লন্ডন: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়ে এবার সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড। সেই কারণে দলকে শক্তিশালী করতে চাইছেন জো রুটরা। তৃতীয় টেস্টের জন্য ঘোষিত দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার ডম সিবলিকে। তাঁর বদলে দলে ফেরানো হয়েছে ডেভিড মালানকে।
প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও, শেষ দিন বৃষ্টির জন্য খেলা ভেস্তে যাওয়ায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন বিরাট কোহলিরা। শেষ দিন ইংল্যান্ডকে অলআউট করে ১৫১ রানে জয় পেয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা, কে এল রাহুল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
অন্যদিকে, ইংল্যান্ডের যে খেলোয়াড়রা এই সিরিজে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদের অন্যতম সিবলি। প্রথম দুই টেস্টে তাঁর ব্যাটিং গড় মাত্র ১৪। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি কোনও রানই করতে পারেননি। সেই কারণে ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে মালানকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্ট হেডিংলিতে, যেটি মালানের কাউন্টি দল ইয়র্কশায়ারের ঘরের মাঠ। এ বছরের জুনে এই মাঠেই ইয়র্কশায়ারের হয়ে সাসেক্সের বিরুদ্ধে নিজের এ পর্যন্ত খেলা শেষ প্রথম শ্রেণির ম্যাচে ১৯৯ রান করেন মালান। সেই রেকর্ডের কথা মাথায় রেখেই তাঁকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড।
তৃতীয় টেস্টে সিবলি বাদ পড়ার পর ইংল্যান্ডের হয়ে কারা ওপেন করবেন, সেটা এখনও স্পষ্ট নয়। মালান তিন নম্বরে বা তার নিচে ব্যাটিং করেন। ফলে তাঁকে দিয়ে ওপেন করানো হবে না বলেই মনে করছে ক্রিকেট মহল। সেক্ষেত্রে ররি বার্নসের সঙ্গে ওপেন করতে পারেন হাসিব হামিদ। ১৫ জনের দল থেকে সিবলির সঙ্গে জ্যাক ক্রলিকেও বাদ দেওয়া হয়েছে। দলে ফেরানো হয়েছে পেসার সাকিব মাহমুদকে।
তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দল- জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন ও মার্ক উড।