গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বৃষ্টির মারাত্মক জের। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ বোলপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করছে সকলকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ বোলপুর লাভপুর রাস্তার উপর কঙ্কালীতলা মন্দিরের কাছে বাস-লরি মুখোমুখি সংঘর্ষ হয়। আসানসোল শিলিগুড়ি রাস্তার সিউড়ি দিকে রাস্তার যানজট থাকার জন্য লাভপুর বোলপুর হয়ে ফিরছিল বাসটি। শিলিগুড়ি থেকে ফেরার পথে কঙ্কালীতলা রাস্তার উপরে দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় ওই রাস্তায় বোলপুর থেকে আসা একটি লরি প্রবল গতিতে ধেয়ে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরের দিকে। প্রায় কুড়ি জন যাত্রীকে নিয়ে চলছিল বাসটি। কোনরকমে প্রাণে বেঁচে যায় তাঁরা। তড়িঘড়ি বাস থেকে নেমে পড়ে নিরাপদ থানের দিকে রওনা দেন। পুলিশ সূত্রে খবর ভোরের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। এর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ এসে বাসটি উদ্ধারের কাজ করছে।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের ডালখোলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুদিন আগেই মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরও ৩ জন। রাত ১০টা নাগাদ ডালখোলার বস্তাডাঙি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ডালখোলা থেকে গাড়িতে কিষাণগঞ্জে যাচ্ছিলেন যাত্রীরা। শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির দুই যাত্রীর। স্থানীয় বাসিন্দারা আহতের উদ্ধার করেন।
রবিবারই পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত হন আরও একজন। দুর্ঘটনাটি ঘটে, রবিবার সকাল সাড়ে নটা নাগাদ, মালদা-বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কে। ১৫ অগাস্টের জন্য নাকা চেকিং চলছিল বংশীহারি থানার দৌলতপুর এলাকায়। পাথারঘাটা থেকে দৌলতপুরের দিকে বাইকে আসছিলেন দুই যুবক। দূর থেকে পুলিশ দেখেই বাইক আরোহী যুবক ইউটার্ন নিয়ে পালাতে গেলে উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে।