লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। ফলে শেষ টেস্ট কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ড ৩-১ এগিয়ে সিরিজের দখল নিয়েছে। শেষ টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি তাঁর প্রথম ৩৭ ম্যাচের প্রত্যেকটিতেই প্রথম একাদশে পরিবর্তন করেছিলেন। একমাত্র ব্যতিক্রম ৩৮ তম টেস্ট। সাউদাম্পটনে আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছিলেন কোহলি। প্রথম দুটি টেস্টে হারের পর নটিংহ্যামে জিতে আশা জাগালেও সাউদাম্পটনে অবশ্য সেই পরাজয় স্বীকার করতে হয়েছে টিম কোহলিকে।
সিরিজ খোয়ানোর পর দল গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। কারণ, হার্দিক পান্ড্য প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, সাউদাম্পটনে যেখানে ইংল্যান্ডের স্পিনার মইন আলি পিচের ফুট মার্ককে কাজে লাগিয়ে একের পর এক উইকেট নিয়েছেন, সেখানে রবিচন্দ্রন অশ্বিন একেবারেই সফল হতে পারেননি। এই অবস্থায় দ্য ওভালে শেষ টেস্টে নামার আগে ভারতের প্রথম একাদশে অনন্ত দুটি পরিবর্তন ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও ব্যাটিংয়ের টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম। মিডল অর্ডারে বদল হতে পারে। শেষ দুটি টেস্টের জন্য নির্বাচকরা ১৮ বছরের পৃথ্বী শ ও হনুমা বিহারীকে রেখেছিলেন। সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থ হওয়ায় মুরলী বিজয়ের জায়গায় নেওয়া হয়েছিল পৃথ্বীকে। বিহারীকে নেওয়া হয়েছিল কুলদীপ যাদবের জায়গায়।
পিঠে চোটের জন্য লর্ডস টেস্টে কোহলিকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। এ জন্যই দলে নেওয়া হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি গড় রান থাকা ব্যাটসম্যান হনুমাকে।
দলের অনুশীলনে হনুমাকে আজিঙ্কা রাহানে ও কোহলির সঙ্গে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকেও হনুমাকে কিছু টিপস দিতেও দেখা গেল। এই অবস্থায় ২৪ বছরের হনুমার অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। কার জায়গায় তিনি দলে আসবেন, তা অনুশীলন দেখে কিছুটা আঁচ পাওয়া গিয়েছে। অলরাউন্ডার হার্দিক পান্ডেকে বোলিং করতে দেখা গেলেও ব্যাটিং করতে দেখা যায়নি। এর থেকে অনুমান, সিরিজের শেষ টেস্টে ড্রেসিংরুমেই বসতে হতে পারে হার্দিককে।
অন্যদিকে, কোমরের চোটের কারণেই সাউদাম্পটনে অশ্বিনের বলে সে রকম কামড় দেখা যায়নি বলে অনেকেই মনে করছেন। ম্যাচের আগে বলা হয়েছিল, অশ্বিন ফিট। কিন্তু সাউদাম্পটনে তাঁকে ফিট মনে হয়নি। মইন আলি যেখানে ৯ উইকেট পেয়েছেন, সেখানে অশ্বিন মেরেকেট ৩ উইকেট পেয়েছেন।
অনুশীলনে তাঁকে জগিং ও স্ট্রেচিং করতে দেখা গেল। পরে হাতে বল স্পিন করাতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা দীর্ঘক্ষণ ব্যাটিং ও বোলিং অনুশীলন করলেন। প্রথম একাদশে সুযোগ পেলে চলতি সিরিজে এটাই হবে জাদেজার প্রথম ম্যাচ। ৭ সেপ্টেম্বর থেকে শুরু টেস্টে ভারত চার বোলার নিয়ে নামতে পারে।
শেষ টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে, অভিষেকের সম্ভাবনা হনুমা বিহারীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2018 11:24 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -