নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সহ অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে ফাটল ধরেছে? এমনই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঠে দুজনের জুটি অনেক সময়ই দলকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিন্তু ক্রিকেট মহলে জল্পনা ছড়িয়েছে যে, মাঠের বাইরে দুজনের জুটি ভেঙে গিয়েছে। কারণ, ট্যুইটারে তাঁরা একে অপরকে আনফলো করে দিয়েছেন।
আর শুধু কোহলিই নয়, তাঁর স্ত্রী অনুষ্কাকেও আর ফলো করছেন না রোহিত। গুঞ্জন ছড়িয়েছে যে, এশিয়া কাপের দল বাছাইয়ের পর রোহিত কোহলিকে আনফলো করেছেন। এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে রোহিতকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে দলে জায়গা পাননি রোহিত। কেউ কেউ মনে করছেন, তিনি ওপেনার হিসেবে খেলতে তৈরি বলে জানানোর পর দলে সুযোগ না পাওয়ায় কোহলির ওপর ক্ষুব্ধ রোহিত।
উল্লেখযোগ্য ব্যাপার হল, টুইটারে একজন ভারতের টেস্ট দলে রোহিতের থাকা উচিত বলে লিখেছেন। তিনি বলেছেন, ছয় নম্বরে ব্যাটিংয়ে রোহিতের গড় (৫৮.১৯) বিশ্বের সবচেয়ে বেশি। আর রোহিত ওই ট্যুইটে'লাইক'ও দিয়েছেন। এরপর অধিনায়কের সঙ্গে তাঁর বনিবনার অভাবের জল্পনা আরও পাখা মিলেছে।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে। কেউ কেউ জানতে চেয়েছেন, কারণটা কী? কেন রোহিত কোহলিকে ইন্সটাগ্রামে আনফলো করলেন?





আবার কেউ বলেছেন, শার্দুল ঠাকুর, ধবল কুলকার্নিদের ফলো করেন রোহিত শর্মা। কিন্তু জাতীয় দলের অধিনায়ককে ফলো করার মতো সময় ওঁর নেই। তাই কোহালিকে আনফলো করে দিয়েছেন।




অন্য একজন আবার লিখেছেন, বিরাটও তো ফলো করেন না রোহিতকে। সোশ্যাল মিডিয়ায় ফলো করা কি খুব গুরুত্বপূর্ণ?