এজবাস্টন: তিনি একা লড়লেন। একাই লড়লেন। আর হাঁকালেন দুরন্ত সেঞ্চুরিও। গতকাল স্লেজিং, কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে। তার ওপর দলের ব্যাটিং ডিপার্টমেন্টে একের পর এক আয়ারাম গয়ারাম। এই পরিস্থিতিতে টি-টোয়েন্টির মেজাজে খেলে শতরান হাঁকালেন জনি বেয়ারস্টো। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১১৯ বলে নিজের শতরান পূরণ করেন ইংল্যান্ডের তারকা এই ব্যাটার। একই সঙ্গে টানা তিন টেস্টে সেঞ্চুরি হাঁকালেন তিনি।
মন্থর গতিতে শুরু, এরপর বদলালেন গিয়ার
গতকাল যখন একের পর এক উইকেট পড়ছে, তখন ক্রিজে থিতু হয়ে খেলার চেষ্টা করছিলেন বেয়ারস্টো। এক সময় ৬৩ বলে মাত্র ১৩ রান ছিল তাঁর। এরপর সেখান থেকেই ১১৯ বলে সেঞ্চুরি। ২০১৬ সালের পর এত দ্রুত কোনও ব্যাটার শতরান হাঁকাননি ভারতের বিরুদ্ধে। ৮৩ রানে ৫ উইকেট থেকে একা লড়ে দলকে প্রথমে ফলো অন থেকে রক্ষা করেন, এরপর দলের রানকে ভারতের যতটা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর আগে নটিংহ্যামে কিউয়িদের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৩৬ ও লিডসে ১৬২ রান করেছিলেন। শেষ পর্যন্ত শামির বলে ১০৬ রানে ক্যাচ আউট হয়ে ফিরে যান বেয়ারস্টো।
বিরাট-বেয়ারস্টো বিতর্ক
ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছরের সিরিজের পঞ্চম টেস্টটি খেলতে নেমেছে ভারত। ভারতের ৪১৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ৬ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। একমাত্র স্তম্ভ হিসেবে রয়েছেন জনি বেয়ারস্টো। তিনি ৯১ রানে অপরাজিত আছেন। কিন্তু গতকাল ইনিংসের শুরুর দিকে মহম্মদ শামির বলে বেশ সমস্যায় পড়তে হয় বেয়ারস্টোকে। বেয়ারস্টোকে দেখেই নিজে এগিয়ে এসে বিরাট টিম সাউদির প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কানে কানে বলেন, "সাউদির থেকে কিছুটা দ্রুত ইনিংস, তাই তো?" আসলে প্রথম দিকে বল মিস করছিলেন বেয়ারস্টো। যদিও দ্বিতীয় দিনের শেষে একটু দ্রুত রান তুলছিলেন তিনি।
আরও পড়ুন: ''আমি ভুল করে কোচ হয়েছিলাম, রাহুলই সেরা বিকল্প'', কেন এমন বললেন শাস্ত্রী?