ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিল নিউজিল্যান্ড। অপরদিকে, ইংল্যান্ড আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে হারের পর বেশ চাপেই ছিল। অবশ্য বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার গাব্বায় কিউয়িদের ২০ রানের ব্যবধানে সহজেই হারিয়ে দিল ইংল্যান্ড (ENG vs NZ)। এই দিনের আগে অপরাজিত নিউজিল্যান্ডকে হারাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Butlter)। তিনিই ম্যাচ সেরাও নির্বাচিত হলে।
ফর্মে ফিরলেন বাটলার
টি ইংল্যান্ডের জার্সিতে বাটলারের শততম টি-টোয়েন্টিও ছিল। সেই ম্যাচেই ব্যাট হাতে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন বাটলার। এই ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়কের ফর্ম নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে দুরন্ত ইনিংসে সমালোচকদের জবাব দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়কের ৭৩ ও আরেক ওপেনার অ্যালেক্স হেলসের ৫২ রানে ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ছয় উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। প্রসঙ্গত, এই ম্যাচেই প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যানকে পিছনে ফেলে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক হয়ে গেলেন বাটলার।
বাটলার, হেলস বাদে লিয়াম লিভিংস্টোন ২০ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোনও ইংলিশ ব্যাটারই তেমন রান পাননি। কিউয়িদের হয়ে লকি ফার্গুসন সর্বাধিক দুই উইকেট নিলেও, নিজের নির্ধারিত চার ওভারে তিনি ৪৫ রান খরচ করেন। টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি একটি করে উইকেট নেন।
ফিলিপ্সের লড়াই
জবাবে কিউয়িদের হয়ে গত ম্যাচে শতরান করা গ্লেন ফিলিপ্স (Glenn Phillips) ফের একবার এই ম্যাচে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। সুন্দর অর্ধশতরানও করেন তিনি। তবে অপরদিক থেকে কেন উইলিয়ামসন (৪০) বাদে আর কেউই ফিলিপ্সকে তেমন সঙ্গ দিতে পারেননি। তাই ১৫৯ রানেই থেমে যায় কিউয়ি ইনিংস। শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে পর পর নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় নিউজিল্যান্ড। জয় পায় ইংল্যান্ড। ইংল্য়ান্ডের হয়ে স্যাম কারান ও ক্রিস ওকস দুইটি করে উইকেট নেন। মার্ক উড ও বেন স্টোকসের ঝুলিতে একটি করে সাফল্য আসে।
ম্যাচ জিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সমসংখ্যক, পাঁচ পয়েন্টে পৌঁছে গেল ইংল্যান্ড। অবশ্য বেশি ভাল নেট রান রেটের সুবাদে কিউয়িরা এখনও গ্রুপ ১-র শীর্ষেই রয়েছেন। দুইয়ে ইংল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কার্তিক? স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়