দুবাই: অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। জুলাই মাসের আইসিসির বিচারে সেরা প্লেয়ার নির্বাচিত হলেন ওকস। তাঁর সঙ্গে দৌড়়ে ছিলেন ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি ও নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার বাস ডে লিড। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকস জানিয়েছেন, ''এটা খুবই ভাল লাগছে যে আইসিসির বিচারে সেরা প্লেয়ার নির্বাচিত হতে পেরেছি। অ্যাশেজে আমরা যা যা করেছি পুরোটাই দলগত সাফল্য ছিল। দলগত পরিশ্রম ছিল। কোনও সম্মানই সম্ভব নয়, যদি দল হিসেবে ভাল না খেলা হয়। বিশেষ করে যেখানে সাধারণ মানুষের ভোটের ওপর সব নির্ভর করে।''


অ্যাশেজের প্রথম দুটো টেস্টে একাদশে সুযোগ পাননি ওকস। ইংল্যান্ড ০-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল সিরিজে। সিরিজে টিকে থাকতে হল পরের ম্যাচগুলোয় ঘুরে দাঁড়াতেই হত ইংল্যান্ডকে। আর স্টোকস দলে ঢোকার পর সেই কাজটাও সহজ হয় যায় ব্রিটিশদের জন্য।


ভারত সফরেই পাখির চোখ কামিন্সের


অ্যাশেজের শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। এরপরও ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup 2023) জন্য অস্ট্রেলিয়ার যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তাতে প্যাট কামিন্সকেই (Pat Cummins) অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল। কবজিতে চোট পেয়ছিলেন অজি অধিনায়ক। তবে তিনি জানিয়েছেন যে ক্রমেই ফিট হয়ে উঠছেন তিনি। আর ভারত সফরে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের জন্য প্রস্তত কামিন্স। অজি অধিনায়ক বলেন, ''প্রথমে চোট কতটা গুরুতর তা বুঝতে পারিনি। ব্যাটিংয়ের সময় বেশি যন্ত্রণা হচ্ছিল। খেলা যত এগিয়েছে তত চোট খারাপ জায়গায় পৌঁছয়। প্রথমে ভেবেছিলাম পেশীতে চোট, কিন্তু পরে বুঝতে পারি হাড়েই লেগেছে।''


ভারত সফরের আগে, এই মাসেই দক্ষিণ আফ্রিকা রওনা হচ্ছে অজি শিবির। আগামী ৩০ আগস্ট থেকে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু হবে। এরপর পাঁচ ম্যাচে ওয়ান ডে সিরিজও রয়েছেন। কামিন্স আদৌ প্রোটিয়া সফরে যাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে কামিন্স জানিয়েছেন যে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় ৭ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওডিআই খেলবে। এরপর ভারত সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। 


আরও পড়ুন: মনোবল ভেঙে গিয়েছে, এশিয়ান গেমস থেকে বাদ পড়ে SAI ও ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে বোমা ফাটালেন দীপা