ইংল্যান্ডের ইনিংসের ১৫ তম ওভারের শেষ বলে নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা জেসন রান নেওয়ার জন্য দৌড়ন। কিন্তু স্ট্রাইকার সাড়া না দেওয়ায় ফিরে যান তিনি। কিন্তু রান নেওয়ার জন্য যে প্রান্ত বরাবর দৌড়চ্ছিলেন তিনি ফেরার সময় তার অন্য দিকে সরে যান তিনি। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকার ফিল্ডারের ছোঁড়া বল তাঁর পায়ে লাগে। দক্ষিণ আফ্রিকার প্লেয়ায়রা আউটের আবেদন করেন। আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সঙ্কেত পাঠান। আউট ঘোষণা করা হয় জেসনকে। রান নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে উইকেট ও ফিল্ডারের মাঝে চলে আসায় তাঁকে আউট দেওয়া হয়।
জেসন আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সিরিজে সমতা ফেরাল।