বার্মিংহাম:  এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সুবিধাজনক জায়গায় থেকেও পরপর উইকেট হারিয়ে ৩১ রানে হেরে গেল ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলির লড়াই ব্যর্থ হল। অন্য কোনও ব্যাটসম্যান তাঁর সঙ্গে সেভাবে লড়াই করতে পারলেন না। চতুর্থ দিন সকালে বেন স্টোকসের দাপটে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ল। ১৯৪ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৬২ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।


গতকাল তৃতীয় দিনের শেষে ভারতীয় দলের রান ছিল ৫ উইকেটে ১১০। বিরাটের সঙ্গে ক্রিজে ছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। আজ সকালে ২ রান করার পরেই ফিরে যান কার্তিক। এরপর হার্দিক পাণ্ড্যকে নিয়ে লড়াই চালাচ্ছিলেন বিরাট। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণই ভারতীয় দলের জয়ের আশা ছিল। কিন্তু বিরাট ৫১ রান করে বেন স্টোকসের বলে এলবিডব্লু হয়ে যাওয়ার পরেই চাপে পড়ে যায় ভারত। একই ওভারে ফিরে যান মহম্মদ শামি (০)। এরপর হার্দিক পাণ্ড্যর (২৭) সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ইশান্ত শর্মা (১১)। কিন্তু তিনিও আদিল রশিদের বলে এলবিডব্লু হয়ে যান। হার্দিক শেষপর্যন্ত ৩১ রান করে আউট হন। ইংল্যান্ডের হয়ে স্টোকস চারটি, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দু’টি করে এবং স্যাম কুরান ও আদিল রশিদ একটি করে উইকেট নেন।