বার্মিহাম: রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৮৪ রান। ইংল্যান্ডের দরকার ৫ উইকেট। ভারতের জয়-পরাজয়ের মাঝে দুলছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। তাঁর সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন দীনেশ কার্তিক। প্রথম ইনিংসে ১৪৯ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন কোহলি। চতুর্থ দিন সবার নজর থাকবে কোহলির ব্যাটের দিকেই। এরইমধ্যে ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মাও প্রয়োজনে ব্যাট হাতে লড়াই করতে তৈরি। গতকাল দিনের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, নিজের ব্যাটিং নিয়ে তিনি আত্মবিশ্বাসী।তবে
গতকাল টেস্টের তৃতীয় দিনে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মিডল অর্ডার ছত্রখান করে দিয়েছিলেন ইশান্ত। তাঁর আগে আর অশ্বিন ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানকে আউট করেন। তাঁদের যুগলবন্দীতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে যায়।
গতকাল ইশান্ত ইংরেজ ব্যাটসম্যানদের বারেবারেই নাজেহাল করেছেন। ইশান্ত বলেছেন, কাউন্টি ক্রিকেট খেলে তিনি উপকৃত হয়েছেন।
তিনি বলেছেন, কাউন্টি ক্রিকেটে তিনি একটা ৫০ রানের ইনিংসও খেলেছেন। কাজেই নিজের ব্যাটিং নিয়েও আত্মবিশ্বাস রয়েছে তাঁর।
ইশান্ত বলেছেন, বিরাট ও ডিকে বেশ ভালো ব্যাটিং করছেন।ওরাই কাজটা করে দেবে। তাই আশা করছি, আমার আর ব্যাটিং করার প্রয়োজন হবে না।
গতকাল জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের পাঁচ উইকেট পড়ে যায়। সেখান থেকে কোহলি ও কার্তিকের জুটি তৃতীয় দিনের খেলা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাঁদের জুটিতে জয়ের গন্ধ পাচ্ছে ভারত।
ইশান্ত বলেছেন, শেষ ইনিংসে বিরাট ১৫০-র মতো রান করেছে। ওই ইনিংস আমাদের প্রচুর আত্মবিশ্বাস যুগিয়েছে। ডিকে প্রথম ইনিংসে আউট হয়ে গিয়েছিল। কিন্ত এই ইনিংসে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছে।
দলের দ্রুত উইকেট পড়ে যাওয়া নিয়ে ইশান্ত বলেছেন, বিষয়টি এত গুরুতর কিছু নয়। কারণ আমরাও ওদের ব্যাটসম্যান দ্রুত আউট করেছি। ক্রিকেটে একটা বড় পার্টনারশিপ হলেই ছোটখাটো লক্ষ্য তাড়া করা সম্ভব।
ইশান্ত মনে করছেন, দ্বিতীয় ইনিংসে ভারত কঠিন সময়টা পেরিয়ে এসেছে। রোদ বেরোলে উইকেটে কোনও সমস্যা থাকবে না। আকাশ মেঘলা থাকলেই বল সুইং করছে এখানে।
প্রয়োজনে ব্যাট হাতে লড়াইয়ে তৈরি, তবে আশা করছি যে নামার প্রয়োজন হবে না, বললেন ইশান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Aug 2018 01:45 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -