লন্ডন: লর্ডসে ইতিহাস হল না। কপিল দেবকে স্পর্শ করতে পারলেন না মিতালি রাজ। ভাল অবস্থায় থেকেও পরপর উইকেট হারিয়ে ৯ রানে হেরে গেল ভারত। ঝুলন গোস্বামীর দুর্দান্ত বোলিং এবং পুনম রাউত ও হরমনপ্রীত কউরের দারুণ ব্যাটিং কাজে লাগল না।
আজ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। স্মৃতি মন্ধানা (০) শুরুতেই ফিরে যান। এরপর অধিনায়ক মিতালি রাজ আশা জাগিয়েও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি ১৭ রান করে আউট হয়ে যান। সুষমা বর্মাও (০) রান পাননি। ৮৬ রান করে আউট হয়ে যান পুনম রাউত। হরমনপ্রীত কউরও (৫১) ফিরে গিয়েছেন। বেদা কৃষ্ণমূর্তিও (৩৫) শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারেননি। ঝুলন প্রথম বলেই বোল্ড হয়ে যান। পরপর উইকেট হারিয়ে হঠাৎই চাপে পড়ে যায় ভারত। ১১ রান বাকি থাকতে রান আউট হয়ে যান দীপ্তি শর্মা (১৪)। রাজেশ্বরী গায়কোয়াড়ও (০) রান পাননি। ২১৯ রানে অলআউট হয়ে যায় ভারত।
এর আগে ঝুলন গোস্বামী ও পুনম যাদবের অসাধারণ বোলিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৮ রান করে ইংল্যান্ড। ঝুলন ১০ ওভারে তিনটি মেডেন সহ ২৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। তিনি পরপর দু বলে ফিরিয়ে দেন সারা টেলর (৪৫) ও ফ্রান উইলসনকে। এরপর এখনও পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ স্কোরার নাতালি স্কিভারকেও (৫১) আউট করেন চাকদার এই পেসার। পুনম ট্যামি ব্যুমন্ট (২৩) ও নাইটকে (১) আউট করেন।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ম্যাচের প্রথম উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি লরেন উইনফিল্ডকে (২৪) বোল্ড করে দেন। ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দেন পুনম। তাঁর বলে ব্যুমন্টের ক্যাচ নেন ঝুলন। এরপর নাইটকে (১) এলবিডব্লু করে দেন পুনম। টেলর ও নাতালি স্কিভার ভালই রান করছিলেন। এই জুটি ভাঙেন ঝুলন। এরপর ইংল্যান্ড আর বেশিদূর এগোতে পারেনি। কিন্তু বোলাররা শেষদিকে ভাল পারফরম্যান্স দেখানোয় এবং ভারতীয় ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দেওয়ায় চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড।
ভারতীয় দল- স্মৃতি মন্ধানা, পুনম রাউত, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, সুষমা বর্মা, ঝুলন গোস্বামী, শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম যাদব।
ইংল্যান্ড দল- লরেন উইনফিল্ড, ট্যামি ব্যুমন্ট, সারা টেলর, হেদার নাইট (অধিনায়ক), নাতালি স্কিভার, ফ্রান উইলসন, ক্যাথারিন ব্রান্ট, জেনি গান, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল ও অ্যালেক্স হার্টলি।
৯ রানে হার ভারতের, মহিলাদের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2017 02:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -