নয়াদিল্লি: আজই সম্ভবত বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে চলেছেন মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। কিন্তু ব্যাটে বলে এই বিশ্বকাপকে স্মরণীয় রাখছেন তাঁরা। সিনিয়র এই দুই খেলোয়াড় তো রয়েছেনই, উঠে এসেছেন একঝাঁক তরতাজা নতুন খেলোয়াড়ও। আজ ফাইনালে নজর রাখবেন কোন ৫ ভারতীয় ক্রিকেটারের দিকে? চলুন দেখে নিই।
পুনম রাউত
অসামান্য ফর্মে রয়েছেন ওপেনার পুনম রাউত। ৮ ম্যাচে তাঁর রান ২৯৫। এর মধ্যে রয়েছে একটি শতরান, অর্ধশত রান ও ৪৭। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপে স্মরণীয় ভূমিকা রেখেছে তাঁর ব্যাট।
মিতালি রাজ
অধিনায়িকা মিতালি প্রকৃত অর্থেই সব দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ৮ ম্যাচে তাঁর রান ৩৯২। এর মধ্যে রয়েছে ৩টি অর্ধশতরান ও একটি শতরান। বিশ্বকাপ চলাকালীনই একদিনের ম্যাচে ৬০০০ রান করা প্রথম মহিলা ক্রিকেটারের শিরোপা পেয়েছেন তিনি।
হরমনপ্রীত কৌর
এই ডান হাতির ফর্ম বিশ্বকাপ শুরুর দিকে ভাল যাচ্ছিল না। কিন্তু প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রান করেছেন আর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৭১। ৫টি উইকেটও পেয়েছেন ৮ ম্যাচে।
ঝুলন গোস্বামী
চাকদহের এই পেসার ৮ ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। খুব ভাল ফর্মে নেই কিন্তু তাঁর আঁটোসাঁটো বোলিং বিপক্ষকে খুব বেশি রান তুলতে দেয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তুলে নেন অসি ক্যাপ্টেন মেগ ল্যানিংয়ের উইকেট।
দীপ্তি শর্মা
তরুণী এই বোলার টুর্নামেন্টে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছেন। ৮ ম্যাচে আউট করেছেন ১২ জনকে।
আজ ফাইনালে নজর রাখুন এই ৫ ক্রিকেটারের দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2017 12:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -