ম্যাঞ্চেস্টার: করোন আবহে ফের একটা রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচ দেখল বিশ্ব। নাটকীয় প্রথম টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট ও ব্যাটে ১০৩ রান করে ম্যাচেরে সেরা হয়েছেন ক্রিস ওকস। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে অপরাজিত ৮৪ রান করে দলকে জেতান ওকস।

জস বাটলার-ক্রিস ওকসের একটা পার্টনারশিপই ম্যাচ ছিনিয়ে নিল পাকিস্তানের থেকে। ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অধিনায়ক জো রুটের ৪২ রান সত্ত্বেও ১১৭ রানের মধ্যে প্রথম ৫ উইকেট খুইয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় ব্রিটিশদের। তখন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছেন মহম্মদ আব্বাস, ইয়াসির শাহরা। কিন্তু প্রতিরোধ গড়ে সেই স্বপ্নকে বাস্তবায়িত হতে দিলেন না বাটলার-ওকস। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ১৩৯ রানের পার্টনারশিপেই পাকিস্তানের যাবতীয় আশার সলিলসমাধি। ১০১ বলে ৭৫ রানের ইনিংস খেলে বাটলার যখন ফিরলেন তখন ইংল্যান্ডের জয়ের জন্য দরকার মাত্র ২১ রান। ১২০ বলে ৮৪ রানে অপরাজিত ওকস নিশ্চিন্তে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন দলকে।



ম্যাচের পর ওকস বলেছেন, ‘আমি শুধু বাটলারকে সঙ্গত করে গিয়েছি। ও শেষ পর্যন্ত থাকলে খুব খুশি হতাম। সাদা বলে বিশ্বের অন্যতম সেরা বাটলার। রান তাড়া করার সময় অসাধারণ ক্রিকেটার। আমি নেটে নিজের ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছি। তারই সুফল পেলাম।’

তবে ম্যাচ জিতলেও ইংল্যান্ড শিবিরে অস্বস্তি রয়েছে। কারণ, সিরিজের বাকি দুই টেস্টে বেন স্টোকসকে পাবে না তারা। পারিবারিক কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তারকা অলরাউন্ডার। সূত্রের খবর, স্টোকসের বাবা অসুস্থ এবং সম্ভবত সেই কারণেই পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন তিনি।