লন্ডন : প্রথম ওয়ান ডে-তে ভারতের হাতে বিধ্বস্ত হওয়ার পর, দুরন্তভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে-তে টিম ইন্ডিয়াকে ১০০ রানে হারিয়েছে জস বাটলারের (Jos Buttler) নেতৃত্বাধীন দল। দলের এই জয়ে স্বাভাবিকভাবেই বাটলারের মুখে হাসি।


প্রথমে ব্যাটিংয়ে নেমে যুজবেন্দ্র চাহালের স্পিনজালে ফেঁসে মাত্র ১৪৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে সপ্তম উইকেটে ৬২ রানের পার্টনারশিপ গড়ে দলকে ২০০-র গণ্ডি পার করান মঈন আলি (Moeen Ali) ও ডেভিড উইলি। মঈন ৪৭ ও উইলি ৪১ রান করেন। এই পার্টনারশিপের জোরেই ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৪৬ রান করে। বাটলারের দল লড়াই করার রশদ পায়। ম্যাচ জিতে এই দুই তারকাকে প্রশংসায় ভরালেন ইংল্যান্ড অধিনায়ক।


মঈন-উইলির প্রশংসা


তিনি বলেন, 'আমরা আজ একদমই ভাল ব্যাটিং করতে পারিনি। তবে তা সত্ত্বেও লড়াই করার মতো একটা রানে পৌঁছতে পেরেছি। আমরা ম্যাচের মধ্যে সবসময়, সব পরিস্থিতিতে ইতিবাচক ছিলাম। এটাই তো আমাদের দলে বিশেষত্ব। ডেভিড উইলি এবং মঈন আলি একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে।'


টপলেতে মুগ্ধ বাটলার


ব্যাট হাতে ২৪৭ রান একেবারেই আহামরি লক্ষ্য ছিল না। তবে রিস টপলে (Reece Topley) ইংল্যান্ডের হয়ে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সটা করেন এই ম্যাচে। মাত্র ২৪ রান খরচ করে ছয় উইকেট তুলে নেন তিনি। টপলের আগুনে বোলিংয়েই রোহিত শর্মা, শিখর ধবনরা সব একে একে সাজঘরে ফেরেন। দীর্ঘকায় পেসারের প্রশংসায় তো একেবারে পঞ্চমুখ বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'আমাদের ম্যাচ জিততে শুরুতেই দ্রুত উইকেট নিয়ে ওদের চাপে ফেলে দেওয়ার দরকার ছিল। ও (টপলে) দারুণ বল করেছে। এই বিশেষ দিনে জয়টা পাওয়ায় বেশ খুশি। এই দল বহুদিন ধরেই নিজেদের দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে এসেছে এবং আজও দিয়েছে।' দাবি বাটলারের।


আরও পড়ুন: পিচ বুঝতে ভুল হয়েছে, দ্বিতীয় ওয়ান ডে হেরে 'স্বীকারোক্তি' রোহিতের