দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপট ইংল্যান্ডের
Web Desk, ABP Ananda | 22 Jul 2016 06:04 PM (IST)
ম্যাঞ্চেস্টার: লর্ডসে সিরিজের প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন অধিনায়ক অ্যালেস্টার কুক (১০৫) এবং জো রুটের (অপরাজিত ১৪১) শতরানের সুবাদে দিনের শেষে চার উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ আমির ও রাহত আলি। লর্ডসে ১০ উইকেট নিয়ে সাড়া ফেলে দেওয়া লেগ স্পিনার ইয়াসির শাহ এদিন দাগ কাটতে পারেননি। তিনি ৩১ ওভার বল করে ১১১ রান দিয়েছেন।