নটিংহ্যাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতকাল ট্রেন্টব্রিজে ৬ উইকেটে ৪৮১ করে একদিনের আন্তর্জাতিকে নয়া রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তবে এখানেই থেমে থাকতে নারাজ ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি জানিয়েছেন, এবার ৫০০ রান করাই তাঁদের লক্ষ্য।


গতকাল ২৪২ রানে জিতেছে ইংল্যান্ড। মর্গ্যান মাত্র ২১ বলে অর্ধশতরান করেছেন। একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এটাই দ্রুততম অর্ধশতরান। এই জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় আমরা ৫০০ রান করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। দু’বছর আগে ট্রেন্টব্রিজে পাকিস্তানের বিরুদ্ধে আমরা ৩ উইকেটে ৪৪৪ রান করেছিলাম। এবার ৫০০ রান করতে চাই আমরা। আমরা সারা ম্যাচে যে মানসিক কাঠিন্য দেখিয়েছি, সেটা আমার সবচেয়ে ভাল লেগেছে।’

এই ম্যাচে ১৪৭ রান করা অ্যালেক্স হেলস বলেছেন, ‘মর্গ্যান যখন ব্যাট করতে নামে, ও বলে, আমরা যদি কোনওদিন ৫০০ রান করতে পারি, তাহলে এটাই সেরা সুযোগ। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’

পাকিস্তানের বিরুদ্ধে দলের ৪৪৪ রানের ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হেলস। সেই ম্যাচে তিনি করেছিলেন ১৭১ রান। ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। জনি বেয়ারস্টো করেন ১৩৯ রান। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটনও মর্গ্যানের দলের প্রশংসা করেছেন।

অস্ট্রেলিয়া এই নিয়ে গত ১৬টি একদিনের ম্যাচের মধ্যে ১৪টিতেই হারল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘কার্ডিফে উইকেটকিপিং করার সময় আমার মাথায় বল লাগার পর যন্ত্রণা হচ্ছিল। কিন্তু এই ম্যাচে আরও যন্ত্রণা হয়েছে। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলছি। কিন্তু এটাই জীবনের কঠিনতম দিন ছিল। আমরা যেগুলি করার চেষ্টা করেছি, তার কোনওটাই কাজে লাগেনি। কিন্তু ওরা যা করতে চেয়েছে সেটাই হয়েছে। সাধারণত এটা এক বা দু’ঘণ্টা ধরে চলে। তারপর দুটো উইকেট পাওয়া যায়। কিন্তু এই ম্যাচে সেটা হয়নি। ওরা যেভাবে বল মেরেছে, সেটা এর আগে আমি কোনওদিন দেখিনি।’