লন্ডন: অ্যাশেজের জন্য ইংল্যান্ড দলে ঢুকে পড়লেন ১৮ বছরের তরুণ লেগস্পিনার রেহান আহমেদ। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। গত বছর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকেই টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রেহান। প্রথম টেস্টে মঈন আলি চোট পেয়েছিলেন আঙুলে। দ্বিতীয় টেস্টে আদৌ খেলতে পারবেন কি না মঈন, তা এখনও নিশ্চিত নয়। তাই ব্যাপ আপ হিসেবে দলে নেওয়া হয়েছে রেহানকে।
লেস্টারশায়ারের হয়ে এই বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রেহান। ১০ ম্যাচে মাত্র ৬ উইকেট নিলেও ব্যাট হাতেও ভরসা জুগিয়েছিলেন দলকে। ৩৮.৪৫ গড়ে ৪২৩ রান করেছিলেন রেহান। তার মধ্যে রয়েছে চারটি অর্ধশতরান। গ্ল্যামরগনের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস রয়েছে তার মধ্যে।
গত বছর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন রেহান। ইংল্য়ান্ড সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। আগামী ২৮ তারিখ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগেই চলতি সপ্তাহের শেষেই লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন রেহান।
বাজবলেই ভরসা ম্যাকালামের?
ইংল্যান্ড ক্রিকেটে 'বাজবল থিওরির জনক তিনি। তিনি হেডকোচ হয়ে আসার পরেই এই থিওরিতেই সাফল্য পেয়েছে স্টোকস বাহিনী। কিন্তু অ্যাশেজের প্রথম টেস্টে সেই 'বাজবল' থিওরি কোনও কাজে আসেনি। ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে প্যাট কামিন্সের দল। হারের পর থেকেই ইংল্যান্ডের গেমপ্ল্যান নিয়ে ময়নাতদন্ত শুরু হয়েছে। ওভাল টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের দ্রুত ডিক্লেয়ার ঘোষণা করা নিয়েও সমালোচনা হয়েছে। তবে সে সবে বেশি কান দিতে নারাজ ইংল্যান্ডের হেডকোচ ব্রেন্ডন ম্যাকালাম।
এক সাক্ষাৎকারে ম্যাকালাম বলেন, ''আমার মনে হয় আমরা আমাদের পরিকল্পনা মতই খেলতে পেরেছি। অস্ট্রেলিয়াও তাদের পরিকল্পনা মতই খেলেছে। সাফল্য পেয়েছে। ওরা ওদের গেমপ্ল্যান অনুযায়ী খেলে খুশি। গোটা অ্যাশেজ সিরিজেই এইভাবেই ওরা খেলতে চলেছে। আমি নিশ্চিত দুর্দান্ত একটা লড়াই হতে চলেছে গোটা অ্যাশেজেই।'' প্রাক্তন কিউয়ি অধিনায়ক আরও বলেন, ''প্রত্যেকেই ম্যাচ জিততে চায়। আমি ভেবেছিলাম যে ট্যাকটিক্সে খেলছিলাম তাতে আমরা চাপ তৈরি করতে পারব। প্রথম ইনিংসে দ্রুত ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেওয়া নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। তবে আমার তা নিয়ে এতটুকুও আক্ষেপ নেই। দ্বিতীয় টেস্টে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই আমরা।''