নাগপুর: টেস্টের পর একদিনের সিরিজও জয়ের সুখস্মৃতি উধাও। কয়েকদিনের ব্যবধানেই সাফল্যের আকাশ থেকে ব্যর্থতার রুক্ষ জমিতে ভারতীয় দল। পরপর দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ হারের আশঙ্কা দানা বেঁধেছে ভারতীয় শিবিরে।

কানপুরে প্রথম ম্যাচে হেরে টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে ভারত। সিরিজ হার বাঁচাতে গেলে এই ম্যাচে জিততেই হবে বিরাটবাহিনীকে। কিন্তু এদিন শুরুটা ভাল করতে পারল না ভারত। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথম ম্যাচের মতো এদিনও লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের মতোই এদিনও শুরুটা ভাল করেও, বড় রান করার আগেই ফিরে যান তিনি। ১৫ বলে ২১ রান করে আউট হন ভারতের অধিনায়ক। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ব্যর্থ হলেন। তিনি মাত্র ৭ রান করে ফিরে গেলেন। যুবরাজ সিংহও বেশিক্ষণ টিকতে পারলেন না। তিনি মাত্র ৪ রান করলেন। মহেন্দ্র সিংহ ধোনি (৫), হার্দিক পান্ডিয়ারাও (২) রান করতে পারলেন না। লড়াই করলেন রাহুল (৭১)। তাঁকে কিছুটা সঙ্গ দিলেন মণীশ পাণ্ডে। নির্ধারিত ২০ ওভারে ভারতের রান ৮ উইকেটে ১৪৪।

এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। আগের ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় চিউয়িং গাম চিবিয়ে বিতর্কে জড়ানো পারভেজ রসুলের বদলে দলে এসেছেন লেগ স্পিনার অমিত মিশ্র। ইংল্যান্ড দলেও একটি বদল হয়েছে। লিয়াম প্লাঙ্কেটের বদলে দলে এসেছেন লিয়াম ডসন। অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনার রাজেশ সাওয়ন্তের মৃত্যুতে শোকপ্রকাশ করে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা।

কানপুরে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে সাত উইকেটে ম্যাচ হেরেছিল ভারত। নাগপুরে হল তার চেয়েও কম রান। এই মাঠে সাম্প্রতিক রেকর্ডও ভারতের বিপক্ষে। ফলে ১৫ মাস পরে দেশের মাঠে সিরিজ হারের আশঙ্কায় ভারতীয় দল।