মেলবোর্ন: ৩৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতে ইতিহাস গড়লেন রজার ফেডেরার৷ আজ পুরুষ সিঙ্গলসের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন ফেডেরার৷ পাঁচ সেটের লড়াইয়ে সুইস তারকার পক্ষে খেলার ফল ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩৷ ২০১২ সালের উইম্বলডনই ছিল ফেডেরারের শেষ গ্র্যান্ডস্ল্যাম। এরপর চোট, বয়স, অফফর্মের জন্য তিনি আর গ্র্যান্ডস্ল্যাম জিততে পারবেন কি না, সে বিষয়ে সন্দিহান ছিলেন অনেক বিশেষজ্ঞই৷ কিন্তু তাঁদের ভুল প্রমাণ করলেন ফেডেরার। এই নিয়ে কেরিয়ারের ১৮-তম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতলেন এই সুইস তারকা৷


এদিন প্রথম থেকেই লড়াই চলছিল। ফেডেরার প্রথম সেট জিতলেও, পরের সেট জিতে ম্যাচে ফেরেন নাদাল। ফেডেরার তৃতীয় সেট জিতে ফের এগিয়ে যান ফেডেরার। চতুর্থ সেট জিতে ফের সমতা ফেরান নাদাল। পঞ্চম তথা নির্ণায়ক সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে এবং নাদালের আনফোর্সড এরর কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হন ফেডেরার।