দ্য ওভাল: অ্যাশেজে (Ashes 2023) নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। ব্যাটারদের সামনে যেভাবে ঘাতক হয়ে ওঠেন, এবার তা হয়নি। আগের ৩ ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট ঝুলিতে পুরেছেন। কিন্তু অভিজ্ঞ জিমি অ্যান্ডারসনের (Jimmy Anderson) ওপর পঞ্চম টেস্টেও ভরসা করেছে ইংল্যান্ড শিবির। অ্যাশেজের শেষ ম্য়াচ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে। অভিজ্ঞ ডানহাতি পেসার এই ম্যাচে রয়েছে। আর ম্যাচের আগেই নিজের দলের পেস অস্ত্রকে দরাজ সার্টিফিকেট দিলেন বেন স্টোকস। তিনি জানিয়ে দিলেন যে টেস্ট ফর্ম্যাটে সর্বকালের সেরা পেস বোলার জিমি অ্য়ান্ডারসনই।
ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ইংরেজ অধিনায়ক বলেন, ''যদিও এই সিরিজটা ওঁর খুব একটা ভাল যায়নি। কিন্তু জিমি অ্যান্ডারসন আমার মতে ক্রিকেটের এই ফর্ম্যাটে সর্বকালের সেরা পেস বোলার। ২ বছর আগেও ও যেমন পারফর্ম করত, এখনও ঠিক ততটাই প্রভাব ফেলতে পারে প্রতিপক্ষ ব্য়াটারদের ওপর।'' নিজের ২০ বছরের টেস্ট কেরিয়ারে এখনো পর্যন্ত ১৮২ ম্যাচ খেলে ৬৮৯ উইকেট ঝুলিতে পুরেছেন অ্যান্ডারসন। সচিন তেন্ডুলকরের পর সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার নজির রয়েছে অ্যান্ডারসনের ঝুলিতেই। এমনকী তিনিই একমাত্র পেসার যিনি এতগুলো টেস্ট ম্যাচ খেলেছেন।
গ্লেন ম্যাকগ্রা ও কার্টলি অ্য়ামব্রোজের প্রসঙ্গ উঠলে স্টোকস বলেন, ''আমি ডেল স্টেইনকে খেলেছি। কিন্তু অ্য়ামব্রোজ, ম্যাকগ্রা কারও বিরুদ্ধে খেলিনি। কিন্তু অনেক তারকা পেসারের মুখোমুখি হয়েছি। কিন্তু প্রায় ৭০০-র কাছাকাছি টেস্ট উইকেট। আমার মনে হয় এটা অসাধারণ এক কৃতিত্ব। অনেকে অনেক কিছুই বলতে পারে। কিন্তু আমার মতে অ্যান্ডারসনই সেরা টেস্ট বোলার।''
এদিকে, অ্য়শেজের শেষ টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৮৩ রানই বোর্ডে তুলতে পারে। ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক। শতরান মিস করেন তিনি। ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। বেন ডাকেট ৪১ রান করেন। অজি বোলারদের মধ্যে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। ২টো করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও টড মার্ফি।
অস্ট্রেলিয়া জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ৬১ রান তুলে নেয়। উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন ক্রিজে রয়েছেন। ডেভিড ওয়ার্নার ২৪ রান করে আউট হন ক্রিস ওকসের বলে। খাওয়াজা ২৬ রানে ও লাবুশেন ২ রান করে অপরাজিত রয়েছেন।