লন্ডন: করোনভাইরাসের আতঙ্ক এবার ক্রিকেট ময়দানেও। ইংল্যান্ড দলের চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে আসছে। কিন্তু আসন্ন সফরে বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার কথা বলছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কই এর কারণ। শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার কারণে শ্রীলঙ্কা সফরে বিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না।
করোনাভাইরাস সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে রুট বলেছেন, হাত মেলানোর পরিবর্তে খেলোয়াড়রা হাত মুষ্টিবদ্ধ রেখে একে অপরকে স্পর্শ করে অভিবাদন জানাবেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের আগে ও সফর চলাকালে দলের ইংল্যান্ডের অনেক প্লেয়ারেরই পেটের অসুখ হয়েছিল। অনেকের ফ্লু-র সমস্যা দেখা দিয়েছিল। রুট বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অসুস্থতার শিকার হওয়ার পর দলের সদস্যরা প্লেয়াররা ন্যুনতম সংস্পর্শের গুরুত্ব বেশ ভালোভাবে বুঝেছে। আমাদের মেডিক্যাল টিমও ভাইরাস ছড়ানোর রুখতে আমাদের কিছু ব্যবহারিক পরামর্শ দিয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ মার্চ। প্রথম টেস্ট গলে এবং দ্বিতীয় টেস্ট ৩১ মার্চ থেকে কলম্বোতে অনুষ্ঠিত হবে। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ। ১৪৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। ৮০ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে শ্রীলঙ্কা।