নাইজেরিয়ার বিরুদ্ধে সহজ জয় ইংল্যান্ডের
Web Desk, ABP Ananda | 03 Jun 2018 01:47 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে সহজেই ২-১ গোলে হারিয়ে দিল ইংল্যান্ড। গোলদাতা গ্যারি কাহিল ও হ্যারি কেন। প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান অ্যালেক্স ইবোবি। তবে একটি গোল হজম করলেও, বাকি সময়টা ভালই খেলেন ইংল্যান্ডের ডিফেন্ডাররা। এই ম্যাচে ইংল্যান্ড দলে ফেরেন রাহিম স্টার্লিং। তিনি সম্প্রতি একাধিক বিতর্কে জড়িয়েছেন। তবে তাঁর পাশেই দাঁড়িয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। তিনি বিশ্বকাপের আগে দলে কোনও বিতর্ক চাইছেন না। বৃহস্পতিবার কোস্টারিকার বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৮ তারিখ টিউনিশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ। রাশিয়ায় নাইজেরিয়ার প্রথম ম্যাচ ১৬ তারিখ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।