মুম্বই: ভীরে দি ওয়েডিং-এর প্রশংসা সমালোচকরা করলেও কাজে লেগে গিয়েছেন ট্রোলেরা। তাঁদের বক্তব্য, মূল ধারার হিন্দি ছবিতে মেয়েদের মুখে যৌনতা নিয়ে এমন খোলাখুলি আলোচনা মোটেই মানায় না। এ নিয়ে ছবির অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্করকে ট্রোল করার চেষ্টাও করেন তাঁরা।


ছবিতে দেখা যাচ্ছে, ৪ মহিলা নিজেদের মধ্যে অশ্লীল গালিগালাজ করছেন, এমনকী হস্তমৈথুনের দৃশ্যও রয়েছে। আর তা নিয়ে ট্রোলেরা ঝাঁপিয়ে পড়েন স্বরার টুইটার পেজে।

একটাই টুইট বেশ কয়েকজন শেয়ার করেন, যাতে বলা হয়েছে, এই যে @রিয়্যালিস্বরা, ঠাকুমার সঙ্গে ভীরে দি ওয়েডিং দেখলাম। পর্দায় হস্তমৈথুন দেখে বিব্রত হয়ে পড়ি আমরা। হল থেকে বেরিয়ে এলে ঠাকুমা বলেন, আমি হিন্দুস্থান, আমি ভীরে দি ওয়েডিং দেখে লজ্জিত।

এখন কথা হল, কাঠুয়ার ঘটনার পর স্বরা সহ বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী হাতে পোস্টার নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাতে লেখা ছিল, আমি হিন্দুস্থান, আমি লজ্জিত। সেই ঘটনাকে কটাক্ষ করেই যে ভীরে দি ওয়েডিং-এর বিরুদ্ধে এই প্রতিবাদ, তা স্পষ্ট হয়ে যায়। অনেকে কটাক্ষ করে প্রশ্ন করেন, হস্তমৈথুন দেখে অস্বস্তিতে পড়া এমন সংস্কারী দর্শককুলের ঠাকুমাকে নিয়ে এমন সিনেমা দেখতে যাওয়ার দরকার কী ছিল!

[embed]https://twitter.com/beastoftraal/status/1002836689419530241?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.dnaindia.com%2Fbollywood%2Freport-swara-bhaskar-has-savage-response-to-trolls-criticising-her-masturbation-scene-in-veere-di-wedding-2621461[/embed]

জবাবে স্বরা ভাস্কর বলেন, মনে হচ্ছে, কোনও আইটি সেল এই টিকিটগুলোর পয়সা দিয়েছে- অথবা টুইটগুলোর!!!

[embed]https://twitter.com/ReallySwara/status/1002880933895159808?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.dnaindia.com%2Fbollywood%2Freport-swara-bhaskar-has-savage-response-to-trolls-criticising-her-masturbation-scene-in-veere-di-wedding-2621461[/embed]