লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার ক্যাথরিন স্কিভার ব্রান্ট। ডানহাতি এই পেসার ২০০৪ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক করেছিলেন। এরপর থেকে ইংল্যান্ডের জার্সিতে ২৬৭ ম্যাচে খেলতে নেমেছেন ব্রান্ট। দেশের জার্সিতে বিশ্বকাপও জিতেছেন তিনি। 


ইংল্যান্ডের জার্সিতে সব ফর্ম্যাটেই খেলেছেন ব্রান্ট। আন্তর্জাতিক মঞ্চে ৩৩৫ উইকেটও ঝুলিতে পুরেছেন তিনি। ওয়ান ডে ফর্ম্যাটে ১৭০ উইকেট পেয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে সর্বাধিক উইকেট শিকারি তিনি। এছাড়াও ব্রান্টের ঝুলিতে রয়েছে তিনটি বিশ্বকাপ ও চারিট অ্য়াশেজ সিরিজ জয়। এক বিবৃতিতে ব্রান্ট জানিয়েছেন, ''১৯ বছর বাদে আমি আমার জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। জানি এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে কখনওই সহজ ছিল না। আমি কখনও এত স্বপ্ন দেখিনি যা আমি পেয়েছি। শুধুমাত্র আমার পরিবারকে গর্বিত করতে চেয়েছিলাম। তবে যা পেয়েছি, তা চাওয়ার থেকে অনেক অনেক বেশি।'' ব্রান্ট আরও জানান, ''আমি ক্রিকেটের কাছে ভীষণভাবে বাধিত। আমাকে সম্মান দিয়েছে। প্রতিষ্ঠা দিয়েছে। দীর্ঘ কয়েক বছর প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে আমার। এছাড়াও এমন অনেক বন্ধু পেয়েছি, যাঁদের সঙ্গে সারাজীন থাকব।''


ক্যাথরিন আরও বলেন, ''আমি অনেকগুলো ট্রফি জিতেছি। সবগুলোই আমার কাছে বড় প্রাপ্তি। কিন্তু ন্যাটকে জীবনে পাওয়াটা অন্যতম বড় প্রাপ্তি আমার জীবনে। ইংল্যান্ডের জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা বিরাট গর্বের বিষয়ে। আমি ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ও তাঁদের পরিবারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবে আমার কেরিয়ারে এত সুন্দর মুহূর্ত তৈরির জন্য।''


উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন ইংল্যান্ডের সিনিয়র মহিলা দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট স্কিভার। গত বছর নিজেদের সম্পর্ককে অফিসিয়াল স্বীকৃতি দেন তাঁরা। বিয়েটা সেরেই ফেললেন দুই তারকা ক্রিকেটার। ক্রিশ্চিয়ান মতে সমস্ত রীতিনীতি মেনে হয়েছিল আচার অনুষ্ঠান। প্রসঙ্গত ২০১৯ সালের অক্টোবর মাসে সর্বপ্রথম নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে তুলে ধরেছিলেন এই দুই ক্রিকেটার। ২০১৭ সালে লর্ডসে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রান্ট এবং ন্যাট স্কিভার।


আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?