দোহা: ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA WC 2022) একেবারে 'বিজনেস এন্ডে' চলে এসেছে। গ্রুপ পর্ব ও প্রি-কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর মাত্র আটটি দল অবশিষ্ট রয়েছে যাদের অন্যতম হল ইংল্যান্ড ও ফ্রান্স। বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচে কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) আটকানোর দায়িত্ব পেতে পারেন কায়েল ওয়াকার (Kyle Walker)। ম্যাচের আগে দুরন্ত ছন্দে থাকা এমবাপেকে একেবারেই বাড়তি গুরুত্ব দিতে নারাজ ইংল্য়ান্ড রাইটব্যাক।


এমবাপের গতির সঙ্গে বিশ্ব ফুটবলে তালে তাল মেলাতে পারে, এমন খুব কম ফুটবলারই রয়েছে। ওয়াকার তাদের মধ্যে একজন। দুরন্ত গতির ওয়াকারকেই গ্যারেথ সাউথগেট সম্ভবত এমবাপের বিপক্ষে ব্যবহার করতে চলেছেন। বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। তবে তা সত্ত্বেও ফ্রান্স তারকাকে বাড়তি গুরুত্ব দিতে চাইছনে না ওয়াকার।


এমবাপে বাঁধা নয়


সাংবাদিক সম্মলনে ওয়াকার বলেন, 'আমার মনে হয় ম্যাচটা ইংল্যান্ড বনাম এমবাপের নয়, ইংল্যান্ড বনাম ফ্রান্সের। মানছি ও একজন দুর্দান্ত খেলোয়াড় যে দারুণ ফর্মে রয়েছে। তবে আমি ওর জন্য তো আর রেকর্ড কার্পেট বিছিয়ে ওকে গোল করার আহ্বান জানাব না। আমি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আমার দেশের প্রতিনিধিত্ব করতে নামব। ম্যাচটি উভয় দলের জন্যই মরণ-বাঁচন ম্যাচ। হারলেই তো আমাদের বিশ্বকাপ অভিযান শেষ। আমার বিশ্বকাপ জয়ের স্বপ্নে কোনওভাবেই এমবাপে বাঁধা হয়ে দাঁড়াবে না।' 


দলে একগুচ্ছ তারকা


এর আগে ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এমবাপের মুখোমুখি হয়েছেন ওয়াকার। সেই পরিসংখ্যান টেনে ওয়াকারের দাবি, 'পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় কেবলমাত্র এমবাপের বিষয়ে তো ভাবা হয় না। এখানেও বিষয়টা একইরকম। ও নিঃসন্দহে ওদের দলের এক বড় শক্তি, তবে দলে তো আরও ভাল খেলোয়াড়রা রয়েছেন। তাঁরা বড় বড় টুর্নামেন্ট জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, তাঁদের তো অবজ্ঞা করা যায় না। অলিভিয়ের জিহুর কথা ভুললে তো চলবে না। ও ফ্রান্সের হয়ে এবং প্রিমিয়ার লিগে বহু গোল করেছে। উসমান দেম্বেলে আরেক উইংয়ে (এমবাপের মতোই) ভয়ঙ্কর। এছাড়াও আঁতোয়াঁ গ্রিজম্যান আছে। এই সব খেলোয়াড়দের মধ্যে যে কেউই মুহূর্তেই ম্যাচের রঙ বদলে দিতে পারে।'


আরও পড়ুন: ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু, কোয়ার্টার ফাইনালে কবে, কোন দল, কাদের বিপক্ষে মাঠে নামবে?