লর্ডস: পাকিস্তান সফরে যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড পুরুষ ও মহিলা ক্রিকেট দলের একইসঙ্গে সিরিজ খেলার কথা ছিল। আগামী অক্টোবর মাসে এই সিরিজ হওয়ার কতা ছিল। কিন্তু সেই সফর বাতিল করে দেওয়া হল। মূলত নিরাপত্তাজনিত ইস্যুকে প্রাধান্য দিয়েই এই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। 


কিছুদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড। ১৮ বছর পর পাক সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ম্যাচে নামার কিছুক্ষণ আগেই ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দেয় কিউয়ি ক্রিকেট বোর্ড। মাঠে না নামার নির্দেশ দেওয়া হয়। 


এক বিবৃতিতে ইসিবির তরফে জানানো হয়, ‘আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মানসিক স্বাস্থ্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই নয়। ওই জায়গায় সফরের বিষয়ে দিন দিন সকলের উদ্বেগ বাড়ছে এবং আমাদের বিশ্বাস এই সফর হলে আমাদের দল যাদের ইতিমধ্যেই করোনার জেরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চয়েছে, তাঁদের ওপর চাপ আরও বাড়বে। আমাদের বিশ্বাস এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এই সফর করলে তা আমাদের প্রস্তুতির ওপরেও ক্ষতিকারক প্রভাব ফেলবে। বিশ্বকাপে ভাল পারফর্ম করাই আমাদের প্রধান লক্ষ্য।’



ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দল এই পাক সফরকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু আপাতত নিরাপত্তা ইস্যুই একটা বড় সমস্যা হয়ে দাঁড়াল। ১৩ ও ১৪ই অক্টোবর, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের দুটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। এরপর ১৭, ১৮ ও ২১শে অক্টোবর ওয়ান ডে ম্যাচের সূচি ছিল, পাকিস্তান ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের।


এদিকে নিউজিল্যান্ড দলের সিরিজ বাতিলের পরই রামিজ রাজা পাকিস্তান ক্রিকেটারদের বার্তা দিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রামিজকে বলতে শোনা গিয়েছে, 'হতাশা ও রাগের জবাব টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দিতে হবে ক্রিকেটারদের। ভাল খেলাই হবে এর উপযুক্ত জবাব।' 


 


আরও পড়ুন: মুকুটে নতুন ফলক, আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি মিতালির