রাজকোট: চোট পেয়ে প্রথম একাদশের ৪ ক্রিকেটার বাইরে৷ রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাই দলের নতুন কম্বিনেশন তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোচ অনিল কুম্বলের৷
সীমিত ওভারের ক্রিকেট কম৷ গত কয়েকমাসে টেস্ট ক্রিকেটই বেশি খেলেছে টিম ইন্ডিয়া৷ ক্যারিবিয়ান সিরিজ থেকে শেষ নিউজিল্যান্ড সিরিজ৷ মোট ৭টি টেস্ট খেলেছে৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্টের সিরিজ খেলতে নামার আগে ভারতীয় দলের সমস্যার নাম কম্বিনেশন তৈরি৷ গত দুটি টেস্ট সিরিজে যে ক্রিকেটাররা খেলেছেন তাঁর মধ্যে নেই চার ক্রিকেটারই৷
কেএল রাহুল, শিখর ধবন, রোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমার চোটের জন্য ছিটকে গিয়েছেন৷ আর এই পরিস্থিতিতে কোচ কুম্বলের সবচেয়ে চিন্তার নাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের কম্বিনেশন তৈরি৷ ভাবনায় রয়েছে হার্দিক পাণ্ড্যকে পঞ্চম বোলার হিসেবে এবং করুন নায়ারকে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যবহারের৷
তবে প্রথম টেস্টের কম্বিনেশন কি হবে, তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ কোচ কুম্বলে! বললেন, এখনও ঠিক করিনি, কম্বিনেশন ঠিক কি হবে৷ যে কোনও ক্রিকেটারই প্রথম একাদশে থাকার যোগ্য৷ হার্দিক দলে আসায় আমাদের হাতে অনেক বিকল্প৷ টেস্ট ম্যাচ এই প্রথম রাজকোটের স্টেডিয়ামে হচ্ছে৷ এটা নতুন স্টেডিয়াম৷ আমরা এখানে ওয়ানডে ও টি-২০ খেলেছি৷ আমরা জানিনা, রাজকোটের উইকেট টেস্ট ম্যাচে কেমন আচরণ করবে৷ কিন্তুদেখে মনে হচ্ছে পিচ বেশ ভাল৷ আমরা সবকিছু দেখেই সিদ্ধান্ত নেব৷ হাতে এখনও ২দিন সময় আছে৷
বহুদিন পর ঘরের মাঠে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত৷ তাই প্রথম টেস্ট থেকেই সেরা কম্বিনেশন তৈরি করার পরিকল্পনা কোচ কুম্বলের৷ এদিকে চোট পাওয়া ক্রিকেটারকে যদি ফের জাতীয় দলে ফিরতে হয়, তবে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমেই কামব্যাক করতে হবে৷ ফিটনেস পরীক্ষায় পাশ করলেই ফেরা সম্ভব হবেনা৷ এই নতুন নিয়মের আমদানি হতে চলেছে কুম্বলের টিম ইন্ডিয়ায়৷
ইংল্যান্ড সিরিজ: প্রথম টেস্টে ভারতীয় দল বাছাই চ্যালেঞ্জ কুম্বলের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2016 08:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -