লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন (Steven Finn)। সম্প্রতি যিনি হাঁটুর চোটে কাবু হয়ে পড়েছিলেন। ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানাতে কার্যত বাধ্য হলেন ফিন।
সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ফিন। তাতে ২৫৪টি উইকেট নিয়েছেন। ২৯.০৫ গড়ে।
এক বিবৃতি দিয়ে ফিন বলেছেন, 'আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গিয়েছি।'
২০০৫ সালে মিডলসেক্সের হয়ে ক্রিকেট শুরু করেন ফিন। কেরিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও নিজের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ডানহাতি এই পেসার।
ফিন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৬টি টেস্ট, ৬৯টি ওয়ান ডে এবং ২১টি টি-টোয়েন্টি খেলেছেন। ইংল্যান্ডের তিন হয়ে তিন ফর্ম্যাটে ২৫৪ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ফিন শেষ ম্যাচ খেলেছেন ২০১৭ সালের মে মাসে।
চোট কাটিয়ে মাত্র কিছুদিন আগেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছিলেন ফিন। কিন্তু গত ৪ অগাস্ট বোলিং করার সময় আবারও চোট পান তিনি। এরপর তিনি ছিলেন চিকিৎসকের পর্যবেক্ষণে। শেষ পর্যন্ত হার মানতে হল। চোটের জন্য ক্রিকেটের বাইশ গজে ফিনের যে আর ফেরা হচ্ছে না, সেটা জানিয়ে দিয়েছেন ইংরেজ পেসার।
নিজের অবসর নিয়ে ফিন বলেন, 'মিডলসেক্সের হয়ে ২০০৫ সালে অভিষেকের পর থেকেই পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সফরটা মসৃণ ছিল না। অনেক চড়াই-উৎরাই গিয়েছে। তবে উপভোগ করেছি।'
২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফিনের। এরপর ইংল্যান্ডের হয়ে সাত বছর খেলে গিয়েছেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের হয়ে ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিন। ২০১৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে নিয়মিত টেস্ট খেলেছেন তিনি।
২০১০ সালের পর ২০১৬ সালে বাংলাদেশ সফরে আবারও গিয়েছিলেন ফিন। সেই সিরিজে মীরপুরে ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের হয়ে ২০১৭ সালে শেষবার খেলেন এই ইংরেজ পেসার। ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটানো ফিন কেরিয়ারের প্রায় পুরোটাই সেখানে কাটিয়েছেন। তবে গত মরশুমে যোগ দেন সাসেক্সে। তাদের হয়ে ১৯টি ম্যাচ খেলেছিলেন। শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতে হল ডানহাতি পেসারকে।
আরও পড়ুন: পুলিশের প্রতিরোধ ভেঙে ২-১ গোলে জয়, কলকাতা লিগে গ্রুপ শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন