কানপুর: ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত। কানপুরে আজ সহজেই ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। ৫১ রান করে দলের জয়ে বড় অবদান রাখলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।


এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান মর্গ্যান। শুরুটা ভাল করেও বড় রান করতে পারেনি ভারত। কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে ভারত। অধিনায়ক বিরাট কোহলি (২৯), দীর্ঘদিন পর দলে ফেরা সুরেশ রায়না (৩৪) ইনিংসের শুরুটা ভাল করেও বড় রান করতে পারলেন না। মহেন্দ্র সিংহ ধোনি শেষপর্যন্ত ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। লোয়ার অর্ডার ব্যর্থ হওয়ায় ১৫০ পেরোতে পারল না ভারত।

এদিন লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট। ওপেনিং জুটিতে ৩৪ রান ওঠে। বিরাট ও রায়নার জুটিতেও ভালই রান উঠছিল। কিন্তু বিরাট ফিরে যাওয়ার পরেই রানের গতি কমে যায়। নিয়মিত উইকেট পড়তে থাকে। শেষদিকে ধোনি সঙ্গীর অভাবে ব্যাটে ঝড় তুলতে পারলেন না।

১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮.১ ওভারেই জয় তুলে নেয় ইংল্যান্ড। জো রুট ৪৬ রানে অপরাজিত থাকেন।