লাহোর: করোনাভাইরাস আবহে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফর ঘিরে সংশয়ের মেঘ। পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের আরও সাত খেলোয়াড় ও প্লেয়ার সাপোর্ট কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে বোর্ড তিন ক্রিকেটার হায়দর আলি, শাদাব খান ও হ্যারিস রউফের টেস্ট পজিটিভ হওয়ার খবর জানিয়েছিল পিসিবি। এরপর আরও খেলোয়াড় ও সাপোর্ট কর্মীদের পরীক্ষা করা হয়।
পিসিবি-র মেডিক্যাল প্যানেল ওই প্লেয়ারদের তাঁদের বাড়িতে কঠোর কোয়ারেন্টিন ও পরিবারের সুস্থতা সম্পর্কে বিধিনিয়ম পালনের নির্দেশ দিয়েছে।
এভাবে একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় পাক দলের ইংল্যান্ড সফর বাতিল হতে পারে বলেই মনে করা হচ্ছে।
করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির পর ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ আগামী ৮ জুলাই শুরু হচ্ছে। এরপর পাকিস্তানের ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে।
যে পাক প্লেয়ারদের সংক্রমণ ধরা পড়েছে তাঁরা হলেন, ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মহম্মদ হাফিজ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ।
যাঁদের টেস্ট নেগেটিভ- আবিদ আলি, আসাদ শফিক, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরফ, ফাওয়াদ আলম, ইফতিকার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহ।
প্লেয়ার সাপোর্ট স্টাফ, যাঁর টেস্ট পজিটিভ- মালাঙ্গ আলি (ম্যাসিওর)।
এখনও যাঁদের টেস্ট হয়নি- শোয়েব মালিক, ক্লিফ ডিকোন, ওয়াকার ইউনিস।
এর আগে শাহিদ আফ্রিদি সহ কয়েকজন প্রাক্তন পাক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।
পিসিবি-র চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান জানিয়েছেন, যে প্লেয়ারেদের টেস্ট পজিটিভ এসেছে, তাঁদের পাশে রয়েছে বোর্ড। তাঁদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ওই প্লেয়ারদের অ্যান্টিবডি টেস্ট করা হবে। টেস্ট নেগেটিভ হলে তাঁরা ইংল্যান্ডে স্কোয়াডে যোগ দিতে যাবেন। এই মুহূর্তে যত দ্রুত সম্ভব তাঁরা সেরে ওঠেন ও পরিবারের কোনও সদস্য যাতে আক্রান্ত না হন, সেজন্য তাঁদের সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
তিনি বলেছেন, ইংল্যান্ড সফর নির্দিষ্ট সূচী মেনেই হবে। নির্ধারিত সূচী মেনেই ২৮ জুন দল রওনা দেবে।