অ্যান্ডারসনের ৭ উইকেট, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের
Web Desk, ABP Ananda | 10 Sep 2017 04:41 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তিনি মাত্র ৪২ রান দিয়ে ৭ উইকেট নিলেন। তাঁর দাপটে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ইংল্যান্ডর দরকার ছিল ১০৭ রান। এক উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় ইংল্যান্ড। শুক্রবার এই টেস্টের দ্বিতীয় দিনই টেস্টে ৫০০ উইকেট নেন অ্যান্ডারসন। শনিবার তৃতীয় দিন তিনি আরও পাঁচটি উইকেট নেন। ফলে ইংল্যান্ডের সিরিজ জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। ১৯৮৮ সালের পর থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হারেনি ইংল্যান্ড। সেই রেকর্ড অক্ষত থাকল। এজবাস্টনে প্রথম টেস্টে হারের পর হেডিংলিতে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে দারুণভাবে ফিরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অ্যান্ডারসনের দাপটে সিরিজ দখল করল ইংল্যান্ডই।