সাউদাম্পটন: শনিবার দ্বিতীয় ওয়ান ডে-তে আয়ার্ল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ান ডে-তে আলোচনা চলল একটি ডেলিভারি নিয়ে। আদিল রশিদ যে ডেলিভারিতে বোল্ড করলেন কেভিন ও’ব্রায়ানকে।


সিরিজের প্রথম ওয়ান ডে-তেও রশিদের বলে আউট হয়েছিলেন ও’ব্রায়ান। যদিও হইচই শুরু হয়ে গিয়েছে শনিবার রশিদের ডেলিভারি নিয়ে। ঠিক কী হয়েছে শনিবার?



লেগস্পিনার রশিদ একেবারে লেগস্পিনার সুলভ নিখুঁত অ্যাকশনে একটি বল করেন। লেগস্পিন হবে ভেবে সামনের পা বাড়িয়ে খেলতে যান ও’ব্রায়ান। কিন্তু আচমকাই বলটি উল্টো দিকে ঘুরতে শুরু করে। অর্থাৎ, লেগস্পিনারের মারণাস্ত্র – গুগলি প্রয়োগ করেছিলেন রশিদ। কিন্তু ও’ব্রায়ান সেটা ধরতেই পারেননি। কারণ, অ্যাকশন বা গ্রিপে কার্যত কোনও পরিবর্তনই করেননি রশিদ।

ওই ডেলিভারির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রশিদের মুন্সিয়ানার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।