চেন্নাই:টসে জিতে ব্যাটিং নিয়েও শুরুটা ভালো হল না ইংল্যান্ডের। ষষ্ঠ ওভারেই গত ম্যাচের শতরানকারী কে জেনিংসকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। জেনিংস করেন মাত্র ১ রান। ৭ রানে প্রথম উইকেট পড়ার পর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক কুকও। তিনি রবীন্দ্র জাদেজার বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান সংগ্রহ করলেন কুক। ২১ রানে দ্বিতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের।এরপর মইল আলিকে সঙ্গে  নিয়ে দলের ইনিংসের হাল ধরেন জো রুট। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬৮। রুট অপরাজিত ৪৪ রানে।


এর আগে টেস্ট সিরিজের শেষ ম্যাচেও টস জিতে ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পাঁচ ম্যাচের সিরিজ ভারত ইতিমধ্যেই ৩-০ জয়ী হয়েছে। সিরিজের পঞ্চম টেস্টে ভারতীয় দলে আনা হয়েছে ইশান্ত শর্মা ও অমিত মিশ্রকে।  ভুবেনশ্বর কুমার ও আগের ম্যাচের শতরানকারী জয়ন্ত যাদবের জায়গায় দলে এসেছেন ইশান্ত ও অমিত।
ইংল্যান্ডের লিয়াম ডসনের টেস্ট অভিষেক ঘটল। চোটের কারণে নেই জেমস অ্যান্ডারসন। তাঁর জায়গায় দলে এসেছেন স্টুয়ার্ট ব্রড।