চেষ্টার-লে-স্ট্রিট (ইংল্যান্ড): বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালাস্টার কুক। এক্ষেত্রে তিনি ভাঙলেন সচিন তেন্ডুলকরের গড়া রেকর্ড। ভারতীয় কিংবদন্তি এই মাইলস্টোন পৌঁছেছিলেন ৩১ বছর ৩২৬ দিনে। কুক এই রেকর্ড গড়লেন ৩১ বছর ১৫৭ দিনে। শুধু সচিনের রেকর্ড ভাঙাই নয়, এদিন আরও অনেক রেকর্ড গড়লেন তিনি। কুকই প্রথম ইংরেজ ক্রিকেটার যিনি এই মাইলস্টোন পার করলেন। বিশ্বে এখনও পর্যন্ত মাত্র ১২ জন ব্যাটসম্যানই টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছেন। কুক ছাড়া সকলেই এখন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এটি কুকের ১২৮তম টেস্ট। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে নাগপুরে টেস্টে অভিষেক হয়েছিল এসেক্স-এর এই ব্যাটসম্যানের। অভিষেকেই শতরান করেছিলেন। এই মুহূর্তে ২৮টি টেস্ট শতরানের মালিক তিনি। বিশেষজ্ঞদের মতে, এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে কুকের মধ্যে। সচিনের গড়া মোট (২০০ ম্যাচে ১৫,৯২১) টেস্ট রানের রেকর্ড কুক ভাঙতে পারেন কি না, সেটাই দেখার।