নটিংহ্যাম: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে হারের মুখ থেকে নাটকীয়ভাবে টাই করল ইংল্যান্ড। শেষ বলে ছয় মেরে ম্যাচ বাঁচিয়ে দিলেন লিয়াম প্লাঙ্কেট। যিনি আদতে বোলার।


 

এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। কিন্তু অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ৭৩ এবং সিক্কুজি প্রসন্নর ৫৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে শ্রীলঙ্কা ২৮৬ রান করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়।

 

এরপর ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত উইকেট খুইয়ে বসে মর্গ্যানের দল। মাত্র ৩০ রানের মধ্যেই ৪ উইকেট পড়ে যায়। অধিনায়ক লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু দলীয় ৭২ রানের মাথায় ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান মর্গ্যান। কিছুক্ষণ পরেই মইন আলিও (৭) আউট হয়ে যান। এরপর জোস বাটলার (৯৩) এবং ক্রিস উকস (অপরাজিত ৯৫) ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান। তাতেও অবশ্য শ্রীলঙ্কার জয়ের পাল্লাই ভারী ছিল। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৪ রান। নুয়ান প্রদীপের শেষ বলে ছয় মেরে হিসেব বদলে দেন ১০ নম্বরে নামা প্লাঙ্কেট। তিনি ২৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

 

ম্যাচ শেষে প্লাঙ্কেট সতীর্থ উকসের ইনিংসের প্রশংসা করেছেন। দলের কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। এই বোলারের মতে, তাঁরা বুঝিয়ে দিয়েছেন, টপ অর্ডার ব্যর্থ হলেও লোয়ার অর্ডার দলকে ভরসা দিতে পারে। মর্গ্যান আবার বাটলার, উকস এবং প্লাঙ্কেটের প্রশংসা করেছেন।

 

জেতা ম্যাচ টাই হওয়ায় স্বভাবতই হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি বলেছেন, এই ম্যাচের অধিকাংশ সময় তাঁরাই দাপট দেখিয়েছেন। কিন্তু শেষ বলে প্রদীপ ইয়র্কার দেওয়ার চেষ্টা করেও পারেননি। বোলারদের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটতেই পারে।