গত বছরের গ্রীষ্মে বিশ্বকাপে ছয় বার বিপক্ষের জালে বল ঠেলে সর্বাধিক গোলদাতা হ্যারি কেন। জিতেছিলেন সোনার বুট। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ চলাকালে মুখোমুখি হলেন ক্রিকেট ও ফুটবলের দুই তারকা কোহলি ও হ্যারি কেন। শুধু তাই নয়, কোহলির বোলিংয়ে ব্যাটিং করলেন। বলও করলেন কোহলিকে। আর সেই সাক্ষাতের ভিডিও পোস্ট করে হ্যারি কেনের ট্যুইট-লর্ডসে সম্প্রতি বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত সময় কাটল। যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হয়, সেটা ছাড়া চলতি ক্রিকেট বিশ্বকাপের বাকি সময়ের জন্য ওকে শুভেচ্ছা।
টটেনহ্যামের ফরোয়ার্ড কোহলির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, চাপের মুখেই প্লেয়ারের প্রকৃত পরিচয় পাওয়া যায় এবং কোহলি এমন একজন খেলোয়াড়, তা বারবার করে দেখিয়েছেন।
কোহলিও হ্যারি কেনকে ধন্যবাদ জানিয়েছেন।
তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের ভিডিও হ্যারি কেন পোস্ট করেছেন।কোহলিকে ফুটবল তারকা জিজ্ঞাসা করেন, ফুটবল ভালো লাগে তো?
দুজনকেই তখন বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কোহলি উত্তরে বলেন, তিনি ফুটবল ভালোবাসেন। অনুশীলনের সময় প্রত্যেক ক্রিকেট দলই ফুটবল খেলে। তবে কোনও ফুটবল দলই ক্রিকেট খেলে না।
এরপর দুজন ব্যাট ও বল নিয়ে খেলার পর ভারতীয় দলের রান মেশিন বলেন, আমি ফুটবলে যতটা ভালো ও ক্রিকেটে তার চেয়েও ভালো।
ভারতীয় ক্রিকেট দল কোহলির ওপর ভর করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। গত বছর রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে সেভাবেই ইংল্যান্ড দলের কাপ জয়ের আশা বহন করেছিলেন হ্যারি কেন।