নয়াদিল্লি: বাঁহাতের বুড়ো আঙুলে চোটের জন্য ওপেনার শিখর ধবনের চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দল সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ভারতীয় দল ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। আর শিখর এখন তাঁর ছেলে জোরাবরের সঙ্গে ভালো একটা সময় কাটাচ্ছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর একটি ভিডিও শিখর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে বাবা ও ছেলেকে একটি জনপ্রিয় ভিডিও গেম খেলতে দেখা গিয়েছে। আর সেই সময়  পোষা কুকুরকে শিখরের মনোযোগ ভাঙার চেষ্টা করতে দেখা গিয়েছে।





গত ৯ জুন লন্ডনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হাতের আঙুলে চোট পেয়েছিলেন শিখর। প্রথমে তাঁকে পরবর্তী তিনটি ম্যাচে পাওয়া যাবে না বলে জানানো হয়েছিল। কিন্তু চোট সেরে ওঠার কোনও সম্ভাবনা না থাকায় টিম ম্যানেজমেন্ট তাঁর পরিবর্ত খেলোয়াড় চাইতে বাধ্য হয়।

বিশ্বকাপের মাঝপথেই চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগপূর্ণ বার্তা দেন শিখর। তিনি লেখেন, ‘আমি যে চলতি বিশ্বকাপে আর খেলতে পারব না, তা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছি। দুর্ভাগ্যবশত বুড়ো আঙুল ঠিক সময়ে সারবে না। কিন্তু শো মাস্ট গো অন। সহ খেলোয়াড় ও ক্রিকেট প্রেমী ও পুরো দেশের কাছ থেকেই যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, সেজন্য আমি কৃতজ্ঞ।জয় হিন্দ’।