ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পদ্ধতিতে খুশি নন মর্গ্যান
Web Desk, ABP Ananda | 20 Jul 2019 06:17 PM (IST)
বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত ৫০ ওভার এবং সুপার ওভার টাই হয়ে যায়। বেশি বাউন্ডারি মারায় ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।
লন্ডন: ইংল্যান্ড প্রথমবার একদিনের বিশ্বকাপ জিতলেও, ফাইনালে দল যেভাবে জিতেছে, তাতে খুশি নন অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেছেন, ‘যখন দু’দলের ব্যবধান খুব সামান্য, তখন এই ধরনের ফল ঠিক নয়। একটি মুহূর্তও এমন ছিল না যেটিকে হারের কারণ হিসেবে দেখা যাবে। খেলায় যথেষ্ট ভারসাম্য ছিল।’ বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত ৫০ ওভার এবং সুপার ওভার টাই হয়ে যায়। বেশি বাউন্ডারি মারায় ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। আইসিসি-র এই নিয়মের তীব্র সমালোচনা করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমী। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও অস্বস্তিতে মর্গ্যান। তিনি বলেছেন, ‘আমি মাঠে ছিলাম, জানি কী হয়েছে। কিন্তু ম্যাচের কোন জায়গায় এগিয়ে ছিলাম বা পিছিয়ে ছিলাম সেটা বলতে পারব না। জেতার ফলে যে পরিস্থিতি সহজ হয়েছে, সেটা বলতে পারব না। হার অবশ্যই আরও কঠিন। কোনও একটি মুহূর্তের কথা বলতে পারব না, যখন মনে হয়েছিল ট্রফি আমাদেরই প্রাপ্য। গত দু’দিনে আমি কেনের (উইলিয়ামসন) সঙ্গে কথা বলেছি। ম্যাচের ওঠা-পড়ার কোনও ব্যাখ্যা এখনও আমাদের কাছে নেই। ওর অবস্থা আমার মতোই।’