নয়াদিল্লি: ভারতীয় দলের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আগামীকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল বাছাইয়ের জন্য বৈঠকে বসবে নির্বাচক কমিটি। তার আগে জানা গেছে যে, আগামী দুমাস দেশের প্যারামিলিটারি রেজিমেন্টে থাকবেন তিনি। উল্লেখ্য, টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টের অনারারি লেফটেন্যান্ট কর্নেল ধোনি। বিসিসিআই-এর এক পদস্থ আধিকারিক এই খবরে সিলমোহর দিয়েছেন। ওই আধিকারিক বলেছেন, আগামী দুমাস প্যারামিলিটারি রেজিমেন্ট থাকবেন ধোনি।এজন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
ধোনি তাঁর এই সিদ্ধান্ত রবিবার নির্বাচক কমিটির বৈঠকের আগে বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন। বোর্ডের ওই আধিকারিক অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না ধোনি।
উল্লেখ্য, বিশ্বকাপ শেষ হওয়ার পর ধোনির অবসর ঘিরে জোর জল্পনা চলছে। যদিও এ ব্যাপারে ধোনি এখনও কোনও মন্তব্য করেননি।
বোর্ডের ওই আধিকারিক বলেছেন, আমরা তিনটি বিষয় জানাতে চাই। ধোনি এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। তাঁর প্যারামিলিটারি রেজিমেন্টের সেবার জন্য তিনি দুই মাসের বিশ্রাম নিচ্ছেন। এজন্য তিনি অনেক আগে থেকেই কথা দিয়েছিলেন। আমরা তাঁর সিদ্ধান্তের কথা অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদকে জানিয়ে দিয়েছি।
ধোনি আসন্ন সফর থেকে সরে দাঁড়ানোর তিনটি ফরম্যাটেই ঋষভ পন্তই প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে দলে থাকবেন বলে মনে করা হচ্ছে। টেস্টে পন্তের বিকল্প হিসেবে থাকতে পারেন ঋদ্ধিমান সাহা।
আগামী দুই মাস কাটাবেন প্যারামিলিটারি রেজিমেন্টে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2019 03:01 PM (IST)
ভারতীয় দলের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আগামীকাল রবিবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল বাছাইয়ের জন্য বৈঠকে বসবে নির্বাচক কমিটি। তার আগে জানা গেছে যে, আগামী দুমাস দেশের প্যারামিলিটারি রেজিমেন্টে থাকবেন তিনি। উল্লেখ্য, টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টের অনারারি লেফটেন্যান্ট কর্নেল ধোনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -