সাদাম্পটন: অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়ককে টপকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ৩৩২ ম্যাচ খেলে ধোনি মেরেছেন ২১১টি ছক্কা। সেখানে মাত্র ১৬৩টি ম্যাচ খেলেই ২১২টি ছক্কা মেরে ফেললেন মর্গ্যান।
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ছক্কা মারার হিসেবে অবশ্য এখনও মর্গ্যানের চেয়ে এগিয়ে ধোনি। তিনি ৩৫৯টি ছক্কা মেরেছেন। সেখানে মর্গ্যানের মোট ছক্কার সংখ্যা ৩২৮।
একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেরেছেন ১৭১টি ছক্কা। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম মারেন ১৭০টি ছক্কা। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ১১৭টি ছক্কা মেরেছেন।
একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা, ধোনিকে টপকে গেলেন মর্গ্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 01:35 PM (IST)
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ছক্কা মারার হিসেবে অবশ্য এখনও মর্গ্যানের চেয়ে এগিয়ে ধোনি।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -