লন্ডন: সালাহকে (Mohammed Salah) টপকে প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোলের মালিক হলেন হালান্ড (Erling Haaland)। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গতকাল মাঠে নেমে গোল করার সঙ্গে সঙ্গেই সালাহর রেকর্ড ভেঙে ফেলেন হালান্ড (Erling Haaland)। খেলার ৭৬ মিনিটের মাথায় গোল করেন নরওয়ের এই স্ট্রাইকার। যা ছিল এই মরসুমের হালান্ডের ৪৫ তম গোল। এক মরসুমে এটিই এখন কোনও ফুটবলারের সর্বাধিক গোল প্রিমিয়ার লিগে।


এর আগে লিভারপুলের জার্সিতে মহম্মদ সালাহ ২০১৭-১৮ মরসুমে সর্বাধিক ৪৪ গোল করেছিলেন। সেটিই ছিল এতদিন সবার ওপরে। এবার মিশরের ফুটবলারকে টপকে গেলেন নরওয়ের ফুটবলার। বায়ার্নের বিরুদ্ধে এই গোল চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের ১১ তম গোল। ম্যাচে বায়ার্নকে ০-৩ গোলে হারাল ম্যান সিটি। গোল করলেন রড্রি, বের্নান্দো সিলভা।


ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি বায়ার্ন শিবির। খেলার ২৭ মিনিটের মাথায় রড্রির গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর ৭০ মিনিটের মাথায় বার্নান্ডো সিলভার গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। আগামী ২০ এপ্রিল ফের দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামবে ২ দল।