পর্তুগালের ইউরো অভিযান শুরু ড্র দিয়ে, প্রথমবার নেমেই চমক আইসল্যান্ডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2016 02:52 AM (IST)
জিওফরয় গুইচার্ড: ইউরো কাপের প্রথম ম্যাচেই আটকে গেল পর্তুগাল। ইউরো ২০১৬-র অভিযান শুরু হল ড্র দিয়ে। প্রথমবার ইউরোয় নেমেই চমক আইসল্যান্ডের। রোনাল্ডো-নানির হট ফেভারিট পর্তুগালকে আটকে দিল ১-১ গোলে। পর্তুগাল খেলার শুরু থেকে প্রাধান্য নিয়ে খেললেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খেলার ৩১ মিনিটে নানির গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্সের ভুলে আইসল্যান্ডকে সমতায় ফেরান ইয়ারনাসন। এই ম্যাচের আগেই পর্তুগালকে হুঁশিয়ারি দিয়েছিলেন আইসল্যান্ড কোচ ল্যাজার ব্যাগ। বলেছিলেন সহজে জিততে দেবেন না পর্তুগালকে। এরপর অনেক চেষ্টা করেও আইসল্যান্ডের ডিফেন্সিভ ফুটবলের সামনে গোলের রাস্তা খুঁজে পায়নি রোনাল্ডোরা।