টেক্সাস: ফ্লোরিডায় নাইট হামলার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের বন্দুকবাজের আতঙ্ক ফিরল আমেরিকার। টেক্সাস পুলিশ জানিয়েছে, অ্যামারিল্লো শহরে একটি সুপার মার্কেট ঢুকে পড়েছে। শুধু তাই নয়, শপিং মলের ভিতরে বেশ কয়েকজন পণবন্দি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।  ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে শহরে।


যদিও টেক্সাস পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও গুলি চলার কোনও প্রমাণ পাওয়া মেলেনি। হতাহতেরও কোনও খবর নেই। এদিকে, ফ্রোরিডার নাইট হামলার পর মঙ্গলবার আমেরিকার জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  অরল্যান্ডোর নাইটক্লাবে হামলার ঘটনার তদন্ত নিয়ে খোঁজ-খবর নেন তিনি।

এদিকে, অরল্যান্ডোর নাইটক্লাবে হামলার ঘটনায় এদিন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেডিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, মার্কিনদের নিশানা করলে, পার পাওয়া যাবে না। মঙ্গলবার মার্কিন নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন বারাক ওবামা। হামলার ঘটনার তদন্ত নিয়ে খোঁজ-খবর নেন মার্কিন প্রেসিডেন্ট।