বুদাপেস্ট: প্রথমার্ধ আক্রমণ-প্রতি আক্রমণের সাক্ষী থাকলেও, বিরতির সময় নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচের স্কোরলাইন ছিল ০-০। তবে ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালের ছবিটা সম্পূর্ণ বদলে গেল বিরতির পর। চূড়ান্ত নাটকীয়তায় ভরা দ্বিতীয়ার্ধ। লাল কার্ড, গোল, গোলের সহজ সুযোগ নষ্ট, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তির সাহায্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্ত, কি ছিল না!


আর সেই নাটকীয় ম্যাচের শেষ হাসি তোলা রইল চেক প্রজাতন্ত্রের জন্য। ২-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চেক প্রজাতন্ত্র। ফের একবার বিশ্বমানের কোনও টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ডাচদের।


নেদারল্যান্ডসকে রবিবার কার্যত উড়িয়েই দিল চেক প্রজাতন্ত্র। প্রথমার্ধে কোনও দলই গোল করতে না পারলেও, গোটা মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করেছিলেন চেক ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে যেন তারই ফল দেখতে পাওয়া গেল। চেক প্রজাতন্ত্রের হয়ে গোল দুটো করলেন থমাস হোলস এবং প্যাট্রিক শিক। সেই সঙ্গে চেক প্রজাতন্ত্র টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।


তবে ম্যাচের ৫৬ মিনিটে সবথেকে বড় ধাক্কা খায় নেদারল্যান্ডস। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডি লাইটকে। চেক প্রজাতন্ত্র প্রতি আক্রমণ থেকে দ্রুত গতিতে ডাচ ডিফেন্সে আঘাত হেনেছিল। শিক দুরন্ত গতিতে ডাচ ডিফেন্ডারদের হার মানিয়ে প্রায় নেদারল্যান্ডস বক্সে ঢুকেই পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে তাঁকে প্রতিরোধ করতে যান ডি'লাইট। দুজনই হুমড়ি খেয়ে পড়েন। রেফারি ভার প্রযুক্তি ব্যবহার করে রিপ্লেতে দেখে নিশ্চিত হন যে, শিকের পা থেকে বল ছিনিয়ে নিতে ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করেছিলেন ডি'লাইট। তাঁকে লাল কার্ড দেখিয়ে বার করে দেওয়া হয়। এই সুযোগ হাতছাড়া করতে চাননি চেক ফুটবলাররা। ১০ জনের নেদারল্যান্ডসের ওপরে তাঁরা কার্যত ঝাঁপিয়ে পড়েন। ৬৮ মিনিটে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে এগিয়ে দেন থমাস হোলস। কালাসের বাড়ানো বল থেকে অসাধারণ ছোঁয়ায় দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে দ্বিতীয় গোলটি করেন প্যাট্রিক শিক। এই নিয়ে চলতি টুর্নামেন্টে তাঁর চার গোল হয়ে গেল। সুযোগ নষ্ট না হলে চেক প্রজাতন্ত্রের ব্যবধান বাড়তে পারত।