কোপেনহেগেন: ইউরো কাপের ইতিহাসে এরকম রাত কমই এসেছে। যখন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ও রানার্স। সোমবার স্পেনের বিরুদ্ধে ৮ গোলের ম্যাচে লড়াই করেও হেরে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। আর সুইৎজ়ারল্য়ান্ডের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল  ফ্রান্স।


তাৎপর্যপূর্ণভাবে, দুই ম্যাচের মধ্যে অজস্র মিল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে পড়েও তিন গোল দিয়েছিল স্পেন। নির্ধারিত সময়ের শেষ লগ্নে দু'গোল পরিশোধ করে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছিল ক্রোটরা। সেখানে আরও ২ গোল করে স্পেন।


ফ্রান্স আবার পিছিয়ে পড়েছিল সুইসদের বিরুদ্ধে। পেনাল্টি নষ্ট না করলে ব্যবধান হয়তো ২-০ হতো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল দেয় ফ্রান্স। কিন্তু শেষ মুহূর্তে গোল পরিশোধ করে দেয় সুইসরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফলাফল না হওয়ায় টাইব্রেকার হয়। সেখানে পঞ্চম শট নিয়ে গিয়ে গোল নষ্ট করেন কিলিয়ান এমবাপে। ম্যাচ জিতে নেয় সুইসরা।


ফের ইন্দ্রপতন। গতকাল পর্তুগাল ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার পর, সোমবার বিদায় নিল ফ্রান্স। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপে। আর সেই সঙ্গে সুইৎজ়ারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত হয়ে গেল। ম্যাচের ফলাফল সুইৎজ়ারল্যান্ড - ৩ (৫) এবং ফ্রান্স - ৩ (৪)। ইউরোর কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে স্প্যানিশ ব্রিগেডের বিরুদ্ধে। আগামী ২ জুলাই এই দুটো দল একে অপরের মুখোমুখি হবে।


দুটো ম্যাচই অত্যন্ত নাটকীয়তায় মোড়া ছিল, সে কথা অনস্বীকার্য। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১০৮ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন এমবাপে। অথচ তিনিই এদিন চাপের মুখে পেনাল্টি নষ্ট করলেন। ফরাসি শিবিরও ইউরো কাপ থেকে বিদায় নেয়।