লন্ডন: স্পেনকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে ২০২০ ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ইতালি। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের পর দুপক্ষই ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ইতালিকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে যায় ইতালি।


টাই-ব্রেকারে আজুরিদের হয়ে জয় নিশ্চিত করেন জর্জিনহো। স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে পরাজিত করে বল জালে জড়িয়ে যেতেই উল্লাসে ফেটে পড়েন ইতালির ফুটবলাররা। 


অন্যদিকে, স্পেনের আলভারো মোরাতার শট আটকে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা এবং দানি আলমোর শট বারপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ইতালির হয়ে স্পট-কিক মিস করেন ম্যানুয়েল লোকাতেলি। কিন্তু, খেলা শেষে তাঁর দলই শেষ হাসি হেসেছে। 


এখন ফাইনালে ইংল্যান্ড বা ডেনমার্ক ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে ইতালি। এর আগে ২০১২ ইউরোতে স্পেনের কাছে ৪-০ ব্যবধানে  হেরে বিদায় নিতে হয়েছিল ইতালিকে। শেষবার ১৯৬৮ সালে ইউরো জিতেছে আজুরিরা। 


ম্যাচের ৬০ মিনিটে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে দুরন্ত গোল করে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো চিয়েসি। স্পেনের একটি ক্রস রুখে দিয়ে দ্রুত বল বাড়িয়ে দেন ইতালির গোলরক্ষক দোনারুম্মা। সেখান থেকে দুরন্ত বাঁক দিয়ে রোবার্তো মানচিনির দলকে এগিয়ে দেন ফেদেরিকো। 


ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে সমতা ফেরায় স্পেনের মোরাতা। ইতালির ডিফেন্ডার ওলমোকে ওয়ান-টু-ওয়ানে পিছনে ফেলে, মাথা ঠান্ডা রেখে জালে বল জড়িয়ে দেন মোরাতা। 


খেলার বাকি সময় স্পেনই জেতার লক্ষ্যে খেলেছিল। কিন্তু, তিনকাঠির মধ্য়ে বল রাখতে ব্যর্থ হয়। কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডকে পেনাল্টিতে হারিয়ে শেষ চারে উঠেছিল স্পেন। কিন্তু, ইতালির সামনে তারা আটকে গেল। 


এই ম্যাচে জয়ের ফলে, বলা যেতে পারে স্পেনের বিরুদ্ধে মধুর জোড়া বদলা নিল ইতালি। ২০০৮ সালের ইউরো কোয়ার্টারফাইনালে স্পেনের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছিল ইতালি। আবার ২০১২ সালের এই স্পেনের কাছে ফাইনালে ৪-০ ব্যবধানে হেরেছিল আজুরিরা। 


আগামী রবিবার হব ইউরো ফাইনাল ম্য়াচ।