মিউনিখ: ইউরো কাপে গ্রুপ এফ-এর উত্তেজক ম্যাচে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় টিকে রইল জার্মানি। প্রথম ম্যাচে হারের পর নক-আউটে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে টমাস মুলার, টনি ক্রুজদের এই ম্যাচে জিততেই হত। শুরুটা ভালভাবেই করেছিল জার্মানি। কিন্তু খেলার গতির বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মতো পাল্টা আক্রমণে ঝাঁপায় জার্মানি। তাতেই এল দুরন্ত জয়।


ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে ম্যাটস হুমেলসের আত্মঘাতী গোলে হার মানতে হয়েছিল জার্মানিকে। আজ পর্তুগালের বিরুদ্ধে সেই আত্মঘাতী গোলই আবার জার্মানদের সাহায্য করল। তা-ও একটা নয়, জোড়া আত্মঘাতী গোল করে বসল পর্তুগাল। তার ফলেই জার্মানির জয় পাওয়া সহজ হল। 


১৫ মিনিটে রোনাল্ডোর গোলে পর্তুগাল এগিয়ে যাওয়ার পর ৩৫ মিনিটে আত্মঘাতী গোল করে খেলায় সমতা ফেরান রুবেন দিয়াজ। ৩৯ মিনিটে ফের আত্মঘাতী গোল করেন রাফায়েল গুরেইরো। ৫১ মিনিটে জার্মানির পক্ষে ব্যবধান বাড়ান কাই হ্যাভের্ৎজ। ৬০ মিনিটে জার্মানির হয়ে চতুর্থ গোল করেন রবিন গসেনস। 


এবারের ইউরো কাপে গ্রুপ এফ-কে ‘গ্রুপ অফ ডেথ’ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এই গ্রুপের ম্যাচগুলি শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, কথাটা এতটুকু অতিরঞ্জিত নয়। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ০-১ গোলে হেরে গেলেও, লড়াই করেছিল জার্মানি। হাঙ্গেরি আবার প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ০-৩ গোলে হেরে গেলেও, ৮৪ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল রোনাল্ডোদের। শনিবার এই গ্রুপের দু’টি ম্যাচেই অসাধারণ লড়াই দেখা গেল। হাঙ্গেরি যেমন চোয়াল চাপা লড়াই করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল, জার্মানিও তেমনই গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে উড়িয়ে দিল। 


গ্রুপ এফ-এর সব দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলার পর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। ৩ পয়েন্ট পেলেও, গোল পার্থক্যে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় তিন নম্বরে পর্তুগাল। এক পয়েন্ট নিয়ে চার নম্বরে হাঙ্গেরি।