রোম: আজ, শনিবার, ভারতীয় সময় মাঝরাত পেরিয়ে ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। তবে শেষ আটের ম্যাচের আগে ইংরেজ শিবিরে কিছুটা অস্বস্তি।


কারণ, অনুশীলনে চোট পেয়েছেন তারকা ফুটবলার বুকায়ো সাকা। মাত্র ১৯ বছর বয়সেই যিনি মাঠে নিজেকে চেনাচ্ছেন। কোচ সাউথগেটের অন্যতম আস্থাভাজন হয়ে উঠেছেন। ইউক্রেনের বিরুদ্ধে তাঁর মাঠে নামার ব্যাপারে সংশয় রয়েছে। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা নেওয়ার পরেই ঠিক করা হবে সাকা খেলবেন কি না। সাউথগেট বলেছেন, “অনুশীলনে হালকা চোট পেয়েছে সাকা। ও খেলতে পারবে কি না সেটা দেখতে হবে। বাকি সকলেই সুস্থ।”


পাশাপাশি ইংল্যান্ড শিবিরকে চিন্তায় রেখেছে কার্ড সমস্যাও। ইউক্রেনের বিরুদ্ধে হ্যারি মাগুয়্যের, ডেক্লান রাইস, কালভিন ফিলিপস এবং ফিল ফোডেনের কার্ড দেখা চলবে না। আর একটি কার্ড দেখলেই ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে খেলতে পারবেন না তাঁরা। সাউথগেট যদিও বলেছেন, “কার্ড সমস্যার কথা ভেবে দল সাজানো যায় না। যে দল তিনবার ইউরো কাপের সেমিফাইনাল খেলেছে, তারা কোয়ার্টার ফাইনালে এইসব সমস্যা নিয়ে ভাববে না। আমরা শুধু ইউক্রেন ম্যাচ নিয়েই ভাবছি। পরের ম্যাচের কথা পরে ভাবা যাবে। এখন এটা নিয়ে ভাবা বোকামি।”




ইংল্যান্ড টুর্নামেন্টে এখনও পর্যন্ত সব ম্যাচ খেলেছিল দেশের মাটিতে। শনিবার রোমে খেলতে নামবে তারা। যা ইংরেজ শিবিরের সমস্যা বাড়াতে পারে। তবে সাউথগেট বলেছেন, “এটা একদিক থেকে ভালই হল। পরিবেশ পাল্টে যাওয়ায় অন্যরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। তাতে দলের একাগ্রতা বাড়বে।"