লিসবন: গতবারের চ্যাম্পিয়ন। এবারও ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে হারিয়ে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। নিজে গোল করেছিলেন রোনাল্ডো।


শুধু একটা ম্যাচে হার। জার্মানির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৪-২ গোলে পরাজয়। আর তাতেই ইউরো কাপে প্রবল বিপাকে পর্তুগাল। এমনকী, টুর্নামেন্টের গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। কিন্তু কীভাবে?


ইউরো কাপের গ্রুপবিন্যাস হওয়ার পর থেকেই গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে গ্রুপ এফ-কে। এই গ্রুপে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ছাড়া বাকি তিনটি দল হল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি।


বৃহস্পতিবার পর্তুগালের ভাগ্যপরীক্ষা। সেদিন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবেন রোনাল্ডোরা। ওইদিনই জার্মানি নামবে হাঙ্গেরির বিরুদ্ধে। এই গ্রুপে চারটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত ফ্রান্স। দিদিয়ের দেশঁর দল ২টি ম্যাচের মধ্যে একটি জিতে আর একটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। তাদের গোল পার্থক্য প্লাস ১। জার্মানি ও পর্তুগাল একটি করে ম্যাচ জিতেছে আর একটি করে ড্র করেছে। দু'দলেরই পয়েন্ট ৩। গোলপার্থক্যও সমান। প্লাস এক। হাঙ্গেরি দুটি ম্যাচের একটিতে হেরেছে আর একটিতে ড্র করেছে। তাদের পয়েন্ট এক। গোলপার্থক্য মাইনাস ৩।


বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগাল যদি ফ্রান্সের কাছে হেরে যায় আর জার্মানিকে হারিয়ে অঘটন ঘটায় হাঙ্গেরি, তাহলে গ্রুপ থেকেই বিদায় নিতে হবে পর্তুগালকে। তবে জার্মানি যে রকম ছন্দে রয়েছে, তাতে হাঙ্গেরি তাদের হারাতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


মোট কটি দল খেলছে ইউরো কাপে?


ইউরো কাপে মোট ২৪টি দল অংশ নিয়েছে। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ, প্রত্যেকটি গ্রুপে রয়েছে চারটি করে দল।


নক আউটে যাবে কটি দল?


নক আউট পর্বকে প্রি কোয়ার্টার ফাইনালও বলা যায়। ১৬টি দল শেষ ষোলোয় উঠবে। ৬টি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল, অর্থাৎ মোট ১২টি দল সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি ৬টি গ্রুপের সেরা চারটি তৃতীয় স্থানে থাকা দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে।


নক আউট নিশ্চিত করেছে কটি দল?


এখনও পর্যন্ত ১১টি দল নক আউটে উঠে গিয়েছে। গ্রুপের সেরা হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ওয়েলস, ডেনমার্ক ও অস্ট্রিয়া গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে নক আউটে পৌঁছেছে। সেরা তৃতীয় দল হিসাবে যে চারটি জায়গা রয়েছে, তার মধ্যে একটি ছিনিয়ে নিয়েছে সুইৎজ়ারল্যান্ড। চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স কার্যত পৌঁছে গিয়েছে নক আউটে।