নয়াদিল্লি: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু তাঁরও কিছু দুর্বলতা আছে। এমনই মনে করেন তাঁর সতীর্থ মহম্মদ শামি। তিনি বিরাটের বিরুদ্ধে বোলিং করার সময় সেই দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার পেসার শামি জানিয়েছেন, ‘অন্য খেলোয়াড়দের সঙ্গে খেলা ও সময় কাটানোর সুবাদে অনেককিছু জানা যায়। শুধু তাদের শক্তিই নয়, দুর্বলতাও জানা যায়। একজন বোলার হিসেবে, সেই দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করে যেতে হয়। এটা অস্বীকার করা যাবে না যে বিরাট সেরা, কিন্তু ওরও একটু দুর্বলতা আছে। সেটা কাজে লাগানো যেতে পারে।’
বিরাটের দুর্বলতার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও, শামি জানিয়েছেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি কোনও ব্যাটসম্যান কোন ধরনের বেশি আউট হয়েছেন, সেটা লক্ষ্য করা উচিত। আমি আইপিএল-এ বিরাটকে কয়েকবার আউট করেছি। ওর দুর্বল জায়গা নিয়ে আমি বেশি কিছু বলব না। তবে এটুকু বলব, ওর দুর্বলতা কাজে লাগানো যেতে পারে।’
ব্যাটসম্যান বিরাটের দুর্বলতা খুঁজে পেলেও, তাঁকে অধিনায়ক হিসেবে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন শামি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিরাট যে আমাদের সবরকমভাবে সাহায্য করে, সেটা কি বলে দিতে হবে? ফলই এটা প্রমাণ করে। বিরাট সবসময় আমাদের পাশে থাকে। ও সবসময় আমাদের স্বাধীনতা দেয়। এর ফলে আমরা আত্মবিশ্বাস পাই। আন্তর্জাতিক স্তরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। এমন একজন অধিনায়ক দরকার যে আমাদের শক্তি ও দুর্বলতা জানে এবং পাশে থাকে। এর ফলে পারফরম্যান্স আরও ভাল হয়। তাছাড়া আমাদের দক্ষতার উপরেও বিরাটের আস্থা আছে। ও এর ফলও পায়। কারণ, একজন বোলার হিসেবে অধিনায়কের আস্থা থাকা জরুরি।’
নিজের বোলিং প্রসঙ্গে শামি বলেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি, বলের গতি যেন ঘণ্টায় ১৪০ কিমির কমে না থাকে। তবে আমার মূল নজর থাকে সিম ও স্যুইংয়ের উপর। এই দুটো যাতে ঠিক থাকে, সেটা নিশ্চিত করতে চাই। আমি শারীরিক শক্তি দিয়ে বলের গতি বাড়াতে পারি। যে কোনও সময়ই গতি বাড়াতে পারি। তবে আমি সবসময়ই স্যুইং ও সিমকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। খেলতে খেলতে অনেক নতুন জিনিস শিখেছি। শুরুতে রিভার্স স্যুইং সম্পর্কে আমার বিশেষ ধারণা ছিল না। তবে আস্তে আস্তে আমি রিভার্স স্যুইং শিখেছি এবং বুঝতে পেরেছি, এটা পেস বোলারের পূর্ণ অস্ত্র হতে পারে। তারপর আমি রির্ভার্স স্যুইংয়ে দক্ষতা অর্জনের উপর জোর দিয়েছি। জীবনে কিছু অর্জন করতে গেলে পরিশ্রম করতেই হয়।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিরাটকে আইপিএল-এ অনেকবার আউট করেছি, ওর ব্যাটিংয়েও দুর্বলতা আছে, মন্তব্য শামির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2020 09:41 PM (IST)
বিরাটের দুর্বলতার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও, শামি জানিয়েছেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি কোনও ব্যাটসম্যান কোন ধরনের বেশি আউট হয়েছেন, সেটা লক্ষ্য করা উচিত। আমি আইপিএল-এ বিরাটকে কয়েকবার আউট করেছি। ওর দুর্বল জায়গা নিয়ে আমি বেশি কিছু বলব না। তবে এটুকু বলব, ওর দুর্বলতা কাজে লাগানো যেতে পারে।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -